পুরান ইত্যাদি গ্রন্থে সাতবাহন রাজাদের অন্ধ্র, অন্ধ্রজাতী এবং অন্ধ্রভৃত্য অথবা andhra bhritya অথবা andhra vritya আখ্যা দেওয়া হয়েছে| এর থেকে অনেকে অনুমান করেন সাতবাহনরা অন্ধ্রপ্রদেশের অধিবাসী ছিলেন, আবার অনেকে ধারণা সাতবাহনরা অন্ধ্র জাতির ছিলেন |
আবার অনেকে মনে করেন, সাতবাহনদের অন্ধ্রপ্রদেশ বা অন্ধ্র জাতির কোনটির সঙ্গেই সংযোগ ছিল না|
পুরান সংকলনের সময় তারা অন্ধ্রপ্রদেশ রাজত্ব করতেন| এই মত পোষণকারীদের মতে, অন্ধ্রভৃত্য পথটি অন্ধ্রদের ভৃত্য অর্থের প্রযোজ্য| তাদের মতে, সাতবাহন রাজারা জাতিতে অন্ধ্র ছিলেন, তারা প্রথমদিকে কান্ব রাজবংশের প্রতি আনুগত্য ছিলেন| আবার অনেকে তাদের মৌর্যদের অধীনস্থ বলে বর্ণনা করেছেন| তাই এইসব দিক মাথায় রেখে অন্ধ্র জাতির সাতবাহন সম্রাটরা তাদের পূর্বপুরুষের পেশাগত কারনে অন্ধ্রভৃত্য হিসেবে পরিচিত হয়েছিলেন|
আবার অনেকে মনে করেন, সাতবাহনদের অন্ধ্রপ্রদেশ বা অন্ধ্র জাতির কোনটির সঙ্গেই সংযোগ ছিল না|
পুরান সংকলনের সময় তারা অন্ধ্রপ্রদেশ রাজত্ব করতেন| এই মত পোষণকারীদের মতে, অন্ধ্রভৃত্য পথটি অন্ধ্রদের ভৃত্য অর্থের প্রযোজ্য| তাদের মতে, সাতবাহন রাজারা জাতিতে অন্ধ্র ছিলেন, তারা প্রথমদিকে কান্ব রাজবংশের প্রতি আনুগত্য ছিলেন| আবার অনেকে তাদের মৌর্যদের অধীনস্থ বলে বর্ণনা করেছেন| তাই এইসব দিক মাথায় রেখে অন্ধ্র জাতির সাতবাহন সম্রাটরা তাদের পূর্বপুরুষের পেশাগত কারনে অন্ধ্রভৃত্য হিসেবে পরিচিত হয়েছিলেন|
পুরাতন গ্রন্থ সমগ্র |
অন্ধ্রভৃত্যগন প্রাক খ্রিস্টীয় যুগে বিন্ধ অঞ্চলে বাস করতেন- এই মত সমর্থন যোগ্য নয়| অশোকের লেখমালায় অন্ধ্রকে মৌর্য সাম্রাজ্যের অংশ রুপে বর্ণনা করা হয়েছে| এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে আর. জি. ভান্ডারকর এবং ভিনসেন্ট স্মিথ এর মতে, অন্ধপ্রদেশ সাতবাহন রাজাদের আদি বাসভূমি ছিল| অন্যদিকে সাতবাহন রাজত্বে প্রথম দিকে কতগুলি লেখ মহারাষ্ট্রে পাওয়া গেছে|
সিমুকের কনিষ্ঠ ভ্রাতা কৃষ্ণের লেখ এবং রাজা শক্তিশ্রী এর একখানি লেখ নাসিকে পাওয়া গেছে| খারবেলের হাতিগুম্ফা লেখে সাতবাহন রাজ্যটিকে কলিঙ্গের পশ্চিমে অবস্থিত বলে বর্ণনা করা হয়েছে| জৈন্য গ্রন্থগুলি থেকে জানা যায় যে, প্রতিষ্টান শহরটি সাতবাহন রাজ্যের রাজধানী ছিল| ঔরাঙ্গবাদ জেলার বর্তমান পৈঠান প্রতিষ্ঠানের স্মৃতি বহন করেছে| উপরিউক্ত সংক্ষিপ্ত আলোচনা থেকে অনুমান করা যায় যে, সাতবাহন রাজাদের আদি বাসভূমি ছিল মহারাষ্টে|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস" (প্রথম খন্ড)
- Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century"
সম্পর্কিত বিষয়
- ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ভাবনা (আরো পড়ুন)
- বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................