উপনিবেশবাদ শব্দটি "উপনিবেশ" শব্দ থেকে উদ্ভূত| সাধারণত কোন রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রের ভূখণ্ডকে নিজ অধীনস্ত করে, তাহলে অধীনস্থ এলাকা থেকে সেই রাষ্ট্রে "উপনিবেশ" বলা হয়|
সাধারণভাবে বলতে গেলে উপনিবেশবাদ হলো অন্য ভৌগোলিক এলাকার উপর শাসন প্রতিষ্ঠা করে ধীরে ধীরে সেখানকার অর্থনীতি, রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতিকে নিজ নিয়ন্ত্রণে আনা|
মূলত ইউরোপীয় রাষ্ট্রগুলি অষ্টাদশ শতাব্দী থেকে উপনিবেশিক শক্তি হিসাবে এশিয়া ও আফ্রিকায় উপনিবেশ স্থাপনের মাধ্যমে উপনিবেশবাদের সূচনা করেছিল|
সাধারণভাবে বলতে গেলে উপনিবেশবাদ হলো অন্য ভৌগোলিক এলাকার উপর শাসন প্রতিষ্ঠা করে ধীরে ধীরে সেখানকার অর্থনীতি, রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতিকে নিজ নিয়ন্ত্রণে আনা|
মূলত ইউরোপীয় রাষ্ট্রগুলি অষ্টাদশ শতাব্দী থেকে উপনিবেশিক শক্তি হিসাবে এশিয়া ও আফ্রিকায় উপনিবেশ স্থাপনের মাধ্যমে উপনিবেশবাদের সূচনা করেছিল|
পৃথিবীর মানচিত্র |
উপনিবেশবাদের মূল চারিত্রিক বৈশিষ্ট্য হলো, অধীনস্থ রাষ্ট্রগুলি উপর সম্যকভাবে রাজনৈতিক ও সামরিক আধিপত্য কায়েম| উপনিবেশবাদের রূপ যাইহোক না কেন এর উদ্দেশ্য ছিল উপনিবেশ গুলিকে বিশ্ব পুঁজিবাদী অর্থনীতিতে কাঁচামাল ও রসদ জোগানের ভান্ডার হিসেবে গড়ে তোলা|
অধ্যাপক Brutents এর মতে, আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে ঔপনিবেশিক শক্তির প্রধান ভূমিকা সর্বগ্রাসী উপনিবেশবাদের প্রসারে সহায়তা করেছিল| ঔপনিবেশিক রাষ্ট্রের জনগণের নির্লিপ্ততার কারণে উপনিবেশবাদ তার সর্বগ্রাসী রূপ ধারণ করেছিল| আবার পারস্পরিক মিত্র হিসাবে পরিগণিত ঔপনিবেশিক রাষ্ট্রগুলি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ঔপনিবেশিক রাষ্ট্রগুলিকে কোনরূপ সহায়তা করত না|
উপনিবেশবাদ বিস্তারের জন্য মূলত দায়ী ছিল পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ| এশিয়া এবং আফ্রিকার উপনিবেশগুলি মহাজনী পুঁজি বিনিয়োগের কাজে ব্যবহৃত হয়, তার ফলে উপনিবেশ গুলির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়| কিন্তু বেসামাল অর্থনীতি, উপনিবেশ গুলির জনগণের বধিত স্বাধীনতা স্পৃহা এবং তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার ক্রম বিস্তারের ফলে উপনিবেশিক রাষ্ট্রগুলি দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে উপনিবেশ ত্যাগ করতে থাকে| কিন্তু সাম্রাজ্যবাদী শক্তিগুলির উপর অনুসন্ধানের মাধ্যমে পরোক্ষভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক অনুশাসনের পথ তৈরি করে, যা নব উপনিবেশবাদের জন্ম দিয়েছিল|
অধ্যাপক Brutents এর মতে, নব্য উপনিবেশবাদ হলো, তৃতীয় বিশ্বের সকল জাতীয় মুক্তি আন্দোলনের প্রেক্ষিতে পশ্চাৎগামী সাম্রাজ্যবাদের প্রক্রিয়া| দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য স্বাধীন রাষ্ট্রগুলি পুরনো ঔপনিবেশিক শক্তি সৃষ্টি অর্থনৈতিক শৃঙ্খলে আবদ্ধ ছিল| উপনিবেশবাদের এই নয়া রুপই নব উপনিবেশবাদ হিসেবে পরিচিত লাভ করেছে |
রাজনৈতিকগত ভাবে স্বাধীনতা লাভ করলেও তৃতীয় বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা মূলত বিদেশি বহুজাতিক সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত| উন্নয়নশীল দেশের সরকার এই সংস্থাটির কাছে মূলধন ও কারিগরি বিদ্যার দিক থেকে সম্পূর্ণরূপে নির্ভরশীল| বাজার অর্থনীতি, GATT চুক্তি ইত্যাদির মাধ্যমে উন্নয়নশীল রাষ্ট্রগুলো নতুন করে প্রথম বিশ্বের রাষ্ট্রগুলির উপনিবেশে পরিণত হচ্ছে| দ্রুত উন্নয়নের জন্য শিল্পন্নত রাষ্ট্রগুলির কাছ থেকে অর্থনৈতিক প্রযুক্তিগত সাহায্য লাভের বিনিময় উন্নয়নশীল দেশগুলি আপত্তিজনক শর্তাবলী মেনে নিতে বাধ্য হচ্ছে |
নব উপনিবেশবাদ হল রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত হবার পর সাম্রাজ্যবাদী শক্তির অর্থনৈতিক নিয়ন্ত্রণ সুসংহত করার এক প্রয়াস মাত্র| নব্য উপনিবেশবাদের কৌশলগুলি অর্থনৈতিক ক্ষেত্রে সাথে সাথে রাজনৈতিক, মতাদর্শগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমান প্রযোজ্য হয়|
তার পাশাপাশি বিভিন্ন মাধ্যমগুলো সাহায্যে প্রাশ্চাত্য চিন্তাধারা ও আদর্শ তৃতীয় বিশ্বের জনগণের কাছে পৌঁছে গিয়ে তাদের নিজস্ব ভাব-ধারনাকে প্রভাবিত করে চলেছে| ফলে নব উপনিবেশবাদ বা সনাতন উপনিবেশ উপনিবেশবাদের ধারণাগুলি থেকে অনেক বেশি ব্যাপক ও সংহার মুলক রূপ ধারণ করেছে|
তার পাশাপাশি বিভিন্ন মাধ্যমগুলো সাহায্যে প্রাশ্চাত্য চিন্তাধারা ও আদর্শ তৃতীয় বিশ্বের জনগণের কাছে পৌঁছে গিয়ে তাদের নিজস্ব ভাব-ধারনাকে প্রভাবিত করে চলেছে| ফলে নব উপনিবেশবাদ বা সনাতন উপনিবেশ উপনিবেশবাদের ধারণাগুলি থেকে অনেক বেশি ব্যাপক ও সংহার মুলক রূপ ধারণ করেছে|
তথ্যসূত্র
- Pavneet Singh, "International Relations".
- Ghosh Peu, "International Relations".
সম্পর্কিত বিষয়
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় উপনিবেশবাদের পতন তথা এর গুরুত্ব (আরো পড়ুন)
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির বিভাজন তথা বিশ্ব রাজনীতিতে তার প্রভাব (আরো পড়ুন)
- ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ (আরো পড়ুন)
- GATT কি (আরো পড়ুন
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|