নরম ক্ষমতা এবং কঠিন ক্ষমতার মধ্যে পার্থক্য

নরম ক্ষমতা এবং কঠিন ক্ষমতার মধ্যে পার্থক্যটি সহজে বোঝা যায় নামের পার্থক্য থেকে| অভিধানগত দিক থেকে বিচার করলে দেখা যায় যে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নরম ক্ষমতা এবং কঠিন ক্ষমতা উভয়ই দুটি গুরুত্বপূর্ণ দিক আছে| আমরা ক্ষমতা বা power শব্দটির সাথে পরিচিত এবং আমরা ক্ষমতা বলতে বুঝি, এর শক্তি অথবা প্রয়োগের নিয়ন্ত্রণকে|

কঠিন ক্ষমতা এবং নরম ক্ষমতা হলো দুই ধরনের বৈদেশিক নীতি যা রাষ্ট্রগুলি তাদের মধ্যেকার সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করে| একদিকে কঠিন ক্ষমতা বলতে বোঝায়, কঠিন অথবা শক্তিশালী ক্ষমতা প্রয়োগ করাকে বা বলপ্রয়োগ করাকে, যেমন- সামরিক ক্ষমতার প্রয়োগ অথবা অর্থনৈতিক ক্ষমতা প্রয়োগের কথা উল্লেখ করা যায়| অন্যদিকে নরম ক্ষমতা হলো, অনেকটা সূক্ষ্ম বা নরম|
নরম-ক্ষমতায়-এবং-কঠিন-ক্ষমতার-মধ্যে-পার্থক্য-Differences-between-soft-power-and-Hard-power-power

soft power and Hard power power



কঠিন ক্ষমতা বা Hard power

কঠিন ক্ষমতা হলো একধরনের দমনমূলক আন্তর্জাতিক ক্ষমতা| এই ক্ষমতা সামরিক শক্তির ব্যবহার এবং অর্থনৈতিক ক্ষমতা প্রবাহিত করতে এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়| সেই কারণে যে রাষ্ট্র সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, তারা অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে যারা কম শক্তিশালী তাদেরকে নিয়ন্ত্রণ করে|

জোসেফ নাই কঠিন ক্ষমতা বলতে বুঝিয়েছেন, "যারা অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে ক্ষমতাশালী, তারা এই ক্ষমতার প্রয়োগের মাধ্যমে অন্যান্যদেরকে তাদের কথা মানতে বাধ্য করে"| এর অর্থ হল যে, শক্তিশালী দেশগুলি দুর্বল দেশগুলোকে নিয়ন্ত্রণ করে এবং তাদের ওপর নানা প্রকার বাণিজ্যিক বিধি-নিষেধ আরোপ করে অথবা সামরিক নিরাপত্তা প্রদান করে অথবা তাদের বিভিন্ন প্রয়োজন মিটিয়ে| এছাড়া অনেক সময়তে ভীতি প্রদর্শনকে এবং বল প্রয়োগকে আশ্রয় করা হয়|

কঠিন ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হল দমন| সুতরাং কঠিন ক্ষমতা প্রয়োগের মূল উদ্দেশ্য হলো, দুর্বল রাষ্ট্রগুলিকে তাদের নিজের ইচ্ছামত পরিচালনা করা| একটা দেশের পরিচয় হলো, তার আকৃতি, ক্ষমতা এবং সম্পদের ব্যবহার| এছাড়া জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, আঞ্চলিক বিষয়, সেনাবাহিনী, অর্থনৈতিক ক্ষমতা প্রভৃতিও এর সঙ্গে যুক্ত| একটা জাতির কঠিন ক্ষমতার প্রয়োগ প্রকাশ পায় তার সম্পদের ব্যবহারের মধ্য দিয়ে|

কঠিন ক্ষমতাকে ব্যবহারের উদাহরণ হল, 1979 সালে সোভিয়েত রাশিয়া আফগানিস্তান আক্রমণ অথবা 2003 সালের ইরাক আক্রমণের ঘটনা| একটি রাষ্ট্রের নিজের উদ্দেশ্য পূরণের জন্য সম্মিলিত রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ ঘটায়| এর সবচেয়ে বড় উদাহরণ হল, বিংশ শতকে ইরান, কিউবা এবং ইরাকের উপর আমেরিকার ক্ষমতা প্রয়োগ|

সুতরাং আমরা বলতে পারি যে, কঠিন ক্ষমতা হলো শক্তিশালী রাষ্ট্র সমূহের দ্বারা ব্যবহৃত একটা বৈদেশিক ক্ষমতা প্রয়োগের যন্ত্রকে| সুতরাং একটা কথা বলা যেতে পারে, রাষ্ট্রসমূহ তার কঠিন ক্ষমতার প্রয়োগ ঘটায় সামরিক ক্ষমতা প্রয়োগের দ্বারা, যেমন-দমনমূলক কূটনীতি, সেনাবাহিনী হস্তক্ষেপ এবং অর্থনৈতিক বিধি-নিষেধের আরোপ এবং বাণিজ্যিক বেড়াজাল স্থাপন দ্বারা|



নরম ক্ষমতা বা soft power

নরম ক্ষমতা  বা soft power শব্দটির প্রবক্তা হলেন জসেফ নাই| নরম ক্ষমতা হলো ক্ষমতার একটি সুক্ষ্ম রূপ| এই ক্ষমতাকে মূলত ব্যবহার করা হয় আন্তর্জাতিক-রাজনৈতিক সম্পর্ক, জাতির সাংস্কৃতিক, কূটনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে| 

নাই-এর মতে, নরম ক্ষমতা হলো দমনমূলক ক্ষমতার পরিবর্তন ক্ষমতার একটি আকর্ষণীয় এবং সহনীয় রূপ| নরম ক্ষমতা কঠিন ক্ষমতার মতো শক্তি অথবা দমনমূলক বিষয়ের উপর নির্ভরশীল নয়| আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি নরম ক্ষমতার প্রয়োগ করে তাদের নিজেদের পছন্দকে প্রতিষ্ঠা করে, অন্যদের পছন্দ বা ইচ্ছাকে দমন না করে| নাই-এর মতে ব্যাখ্যা অনুসারে, একটি জাতির নরম ক্ষমতা 3 টি বিষয়ের উপর নির্ভর করে| যেমন- 
  1. সংস্কৃতিক 
  2. রাজনৈতিক মূল্যবোধ 
  3. বৈদেশিক রাজনৈতিক 
বর্তমানে সমীক্ষা অনুযায়ী এমন কিছু দেশ আছে, যারা নরম ক্ষমতাকে যথাযথভাবে প্রয়োগ করতে সমর্থ হয়েছে| উদাহরণ হিসেবে বলা যায়, "মনোকল নরম ক্ষমতা সমীক্ষা 2014", আমেরিকা যুক্তরাষ্ট্রকে বৈদেশিক নীতির ক্ষেত্রে নরম ক্ষমতা প্রয়োগের ব্যাপারে সবথেকে শক্তিশালী দেশ হিসেবে চিহ্নিত করেছে| এক্ষেত্রে জার্মানিকে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে| পরবর্তী 10 টি দেশের মধ্যে অন্যতম ছিল ব্রিটেনের, জাপান, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স| যারা বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নরম ক্ষমতাকে যথাযথভাবে প্রয়োগ করতে সমর্থ হয়েছে|

নরম ক্ষমতা এবং কঠিন ক্ষমতার মধ্যে তুলনা করতে গেলে বলা যায় যে, নরম ক্ষমতাকে খুব দ্রুত চিহ্নিত করা যায়| তবে মনে রাখতে হবে যে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উভয়ই ক্ষমতায় গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রসমূহ উভয় রুপ ক্ষমতাকে ব্যবহার করে প্রকৃতি এবং কাজের ধরন অনুযায়ী|

কঠিন ক্ষমতা উপস্থাপিত করে দমনমূলক আগ্রাসনকে এবং নির্ভর করে সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার উপরে| কঠিন ক্ষমতা আসলে ব্যবহৃত হয় দুর্বল রাষ্ট্রগুলির উপরে শক্তিশালী রাষ্ট্রগুলির দ্বারা প্রভাব বিস্তারে জন্য|

অন্যদিকে নরম ক্ষমতা হলো একেবারে বিপরীত ধর্মী, যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বৈদেশিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত হয়| রাষ্ট্রগুলি নরম ক্ষমতাকে ব্যবহার করে পারস্পরিক সহযোগিতা এবং সহাবস্থানের ক্ষেত্রে| নরম ক্ষমতা রাষ্ট্রসমূহের পছন্দ এবং স্বার্থের উপরে গুরুত্ব দেয়| এই ক্ষমতার প্রয়োগ ঘটে সাংস্কৃতিক, ইতিহাস, ঐতিহাসিক এবং কূটনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে|

কঠিন ক্ষমতা হলো আগ্রাসন এবং নরম ক্ষমতা হলো সহযোগিতা এবং সহাবস্থান| কঠিন ক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত হলো সামরিক হস্তক্ষেপ, অর্থনৈতিক অনুমোদন, বাণিজ্যিক বাধা নিষেধের ক্ষেত্রে ছাড় প্রভৃতি| অন্যদিকে নরম ক্ষমতার অন্তর্ভুক্ত হলো সংস্কৃতি, ইতিহাস এবং কূটনৈতিক প্রভাব|


তথ্যসূত্র

  1. Prakash Chandra, "international relations & comparative politics"
  2. Garrett W Brown, "The Concise Oxford Dictionary of Politics and International Relations "
  3. C. Delisle Burns, "International Politics "

সম্পর্কিত বিষয়

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় উপনিবেশবাদের পতন তথা এর গুরুত্ব (আরো পড়ুন)
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির বিভাজন তথা বিশ্ব রাজনীতিতে তার প্রভাব  (আরো পড়ুন)
  3. ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ  (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐