ভারতের ইতিহাস রচনাকালে যে সকল ইউরোপীয় মনীষী উল্লেখযোগ্য অবদান রেখেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন জেমস মিল| তিনি মূলত সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি থেকে ভারতের ইতিহাস রচনা করেছিলেন|জেমস মিল্ মনে করেন যে, ভারতীয় সংস্কৃতি শুরু থেকে ছিল স্থবির এবং সেই সংস্কৃতি ক্রমশ অবনতির দিকে চলেছে| তার মনে হয়েছিল, এক জ্ঞানদীপ্ত সরকার সুনির্দিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে ভারতীয় সমাজে পাশ্চাত্য ধারণা ও জ্ঞানের প্রবেশ ঘটিয়ে এই সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে পারে|
মূলত উপযোগবাদী দৃষ্টিভঙ্গি থেকে জেমস মিল্ তার "The History of British India" রচনা করেছিলেন| তার মনে হয়েছিল, ভারতে কোম্পানি শাসন উপযোগবাদী সংস্কারের উর্বর ক্ষেত্র প্রস্তুত করেছিল| এই উদ্দেশ্যে তিনি তার গ্রন্থে দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডে ভারতের হিন্দু ও মুসলিম শাসনের মূল্যায়ন করেছেন| ভারতীয় সমাজ সম্পর্কে তার উপযোগবাদী বিশ্লেষণ পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের লক্ষ্য এবং চাহিদা পূরণে সহায়ক হয়েছিল|
জেমস মিল তার "The History of British India" গ্রন্থে মূলত পর্যটকদের ভ্রমণ বৃত্তান্তের উপর নির্ভর করেছেন| তিনি তার গ্রন্থে বলেছেন যে, প্রাচ্যবাদীরা হিন্দু সভ্যতা সম্পর্কে অতিরঞ্জিত বর্ণনা দিয়েছে| তিনি হিন্দু শাসনকালকে মূল্যবোধের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছেন| এক্ষেত্রে তিনি ভারতের প্রাচীন ইতিহাস, সময়কাল, সমাজের শ্রেণীকরণ, আইন, ধর্ম, রাজস্ব ব্যবস্থা, সাহিত্য ও চিত্রকলা প্রভৃতি সম্পর্কে নিজস্ব মতামত প্রকাশ করেছেন|
মিলের মতে, হিন্দু আইন এবং প্রতিষ্ঠানগুলি ছিল মানব মনের দুর্বল অবস্থার প্রতিফলন| তার মতে, হিন্দুরা যদি সভ্যতায় এতই উন্নত শিখরে আরোহণ করেছিল হলে পরবর্তীতে এই সভ্যতা অজ্ঞানতা, নিষ্ঠুরতা এবং বিপর্যয় কেন নেমে এসেছিল|
তিনি বলেছিলেন যে, "The people of Europe, even during the feudal age, where greatly Superior Hindus". হিন্দুদের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছিলেন, "The Hindu like the eunuch excels in the qualities of a slave". তিনি ভারতের মুসলিম শাসনকালকে হিন্দু সভ্যতা থেকে উন্নত বলে লিখেছেন যে, "Human nature in India gained and gained considerable by passing from a Hindu to a Muhammadan Government".
তিনি মনে করেছিলেন যে, পাশ্চাত্য শিক্ষা এবং দর্শন ব্রিটিশদের মাধ্যমে ভারতীয় সমাজে প্রবেশ করলে তা ভারতবাসীকে উন্নত সভ্যতায় নিয়ে আসবে|
ভারতীয় সমাজ এবং সভ্যতা সম্পর্কে জেমস মিল যে ইতিহাস রচনা করেছিলেন তা পাশ্চাত্য দুষ্ট বলে সামাজিক ঐতিহাসিকরা মনে করেছেন| প্রথমত উল্লেখযোগ্য যে, মিল কখন ভারতে আসেননি|পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত পক্ষপাতদুষ্ট হওয়ার কারণে তার রচনায় তার রচনায় এই প্রবণতা স্বাভাবিকভাবে এসেছিল|
Horace Hayman Wilson মনে করেন যে, "মুসলিম সভ্যতার সম্পর্কে জেমস মিল যে উন্নতম ধারণা পোষণ করেছিলেন তা সর্বাংশে সঠিক নয়"| Wilson এর মতে মিলের রচনা পরবর্তী ব্রিটিশ প্রশাসকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছিল| এর ফলে শাসক ও শাসিতের মধ্যে সহানুভূতির সম্পর্ক অবসান হয়ে আধিপত্যমূলক সম্পর্কের সূচনা হয়েছিল|
মূলত উপযোগবাদী দৃষ্টিভঙ্গি থেকে জেমস মিল্ তার "The History of British India" রচনা করেছিলেন| তার মনে হয়েছিল, ভারতে কোম্পানি শাসন উপযোগবাদী সংস্কারের উর্বর ক্ষেত্র প্রস্তুত করেছিল| এই উদ্দেশ্যে তিনি তার গ্রন্থে দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডে ভারতের হিন্দু ও মুসলিম শাসনের মূল্যায়ন করেছেন| ভারতীয় সমাজ সম্পর্কে তার উপযোগবাদী বিশ্লেষণ পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের লক্ষ্য এবং চাহিদা পূরণে সহায়ক হয়েছিল|
বর্তমানে ভারতের মানচিত্র |
ব্রিটিশ পতাকা |
জেমস মিল তার "The History of British India" গ্রন্থে মূলত পর্যটকদের ভ্রমণ বৃত্তান্তের উপর নির্ভর করেছেন| তিনি তার গ্রন্থে বলেছেন যে, প্রাচ্যবাদীরা হিন্দু সভ্যতা সম্পর্কে অতিরঞ্জিত বর্ণনা দিয়েছে| তিনি হিন্দু শাসনকালকে মূল্যবোধের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছেন| এক্ষেত্রে তিনি ভারতের প্রাচীন ইতিহাস, সময়কাল, সমাজের শ্রেণীকরণ, আইন, ধর্ম, রাজস্ব ব্যবস্থা, সাহিত্য ও চিত্রকলা প্রভৃতি সম্পর্কে নিজস্ব মতামত প্রকাশ করেছেন|
মিলের মতে, হিন্দু আইন এবং প্রতিষ্ঠানগুলি ছিল মানব মনের দুর্বল অবস্থার প্রতিফলন| তার মতে, হিন্দুরা যদি সভ্যতায় এতই উন্নত শিখরে আরোহণ করেছিল হলে পরবর্তীতে এই সভ্যতা অজ্ঞানতা, নিষ্ঠুরতা এবং বিপর্যয় কেন নেমে এসেছিল|
তিনি বলেছিলেন যে, "The people of Europe, even during the feudal age, where greatly Superior Hindus". হিন্দুদের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছিলেন, "The Hindu like the eunuch excels in the qualities of a slave". তিনি ভারতের মুসলিম শাসনকালকে হিন্দু সভ্যতা থেকে উন্নত বলে লিখেছেন যে, "Human nature in India gained and gained considerable by passing from a Hindu to a Muhammadan Government".
তিনি মনে করেছিলেন যে, পাশ্চাত্য শিক্ষা এবং দর্শন ব্রিটিশদের মাধ্যমে ভারতীয় সমাজে প্রবেশ করলে তা ভারতবাসীকে উন্নত সভ্যতায় নিয়ে আসবে|
ভারতীয় সমাজ এবং সভ্যতা সম্পর্কে জেমস মিল যে ইতিহাস রচনা করেছিলেন তা পাশ্চাত্য দুষ্ট বলে সামাজিক ঐতিহাসিকরা মনে করেছেন| প্রথমত উল্লেখযোগ্য যে, মিল কখন ভারতে আসেননি|পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত পক্ষপাতদুষ্ট হওয়ার কারণে তার রচনায় তার রচনায় এই প্রবণতা স্বাভাবিকভাবে এসেছিল|
Horace Hayman Wilson মনে করেন যে, "মুসলিম সভ্যতার সম্পর্কে জেমস মিল যে উন্নতম ধারণা পোষণ করেছিলেন তা সর্বাংশে সঠিক নয়"| Wilson এর মতে মিলের রচনা পরবর্তী ব্রিটিশ প্রশাসকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছিল| এর ফলে শাসক ও শাসিতের মধ্যে সহানুভূতির সম্পর্ক অবসান হয়ে আধিপত্যমূলক সম্পর্কের সূচনা হয়েছিল|
তথ্যসূত্র
- James Mill, "The History of British India"
- Javed Majeed, "Ungoverned Imaginings: James Mill's The History of British India and Orientalism"
........................................