প্রজাপতি ব্রহ্মার দুই কন্যা সভা (sabha) ও সমিতির (samiti) নাম অনুসারে ঋক বৈদিক যুগে দুটি সংস্থা বা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল| সভা ও সমিতি নামক প্রতিষ্ঠান দুটি মতামত নিয়ে ঋগ বৈদিক রাজাকে শাসনকার্য পরিচালনা করতে হতো| সভা ছিল মূলত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতিষ্ঠান| এখানে মহিলাদের প্রবেশাধিকার ছিলো না|
ঋকবেদে সভা বলতে কখনো কখনো সভাকক্ষকে বোঝানো হয়েছে| অধ্যাপক কীথ সভাকে সভাকক্ষ হিসেবে ব্যাখ্যা করেছেন| মূলত জনগোষ্ঠীর অভিজাত ব্যক্তিরাই সভার সদস্য ছিলেন| ঋকবেদ থেকে জানা যায় যে, সভায় পাশা খেলা হতো| সামাজিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন সেখানে হত|
প্রজাপতি ব্রহ্মা (হিন্দু ধর্মের দেবতা) |
ঋকবেদে সভা বলতে কখনো কখনো সভাকক্ষকে বোঝানো হয়েছে| অধ্যাপক কীথ সভাকে সভাকক্ষ হিসেবে ব্যাখ্যা করেছেন| মূলত জনগোষ্ঠীর অভিজাত ব্যক্তিরাই সভার সদস্য ছিলেন| ঋকবেদ থেকে জানা যায় যে, সভায় পাশা খেলা হতো| সামাজিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন সেখানে হত|
সমিতির অধিবেশনে গোষ্ঠীর সকল স্বাধীন মানুষ যোগ দিতেন| সমিতির অধিবেশনে রাজার উপস্থিতি ছিল বাধ্যতামূলক| ঋকবেদে শেষ স্ত্রোতে বলা হয়েছে যে, জন সাধারণ যেন ঐক্যবদ্ধভাবে সমিতির অধিবেশনে যোগদান করে এক সুরে কথা বলেন, সহমন সহচিত্ত ও সহমন মন্ত্রক হতে পারেন|
A. S. Altekar এর মতে, প্রথমদিকে সমিতির ক্ষমতা ছিল সীমাহীন এবং সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শাসনকার্য পরিচালনা করতে হতো| সমিতির বিরোধিতা রাজার জীবনকে দুর্বিষহ করে তুলতো|
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস" (প্রথম খন্ড)
- Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India"
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century"
সম্পর্কিত বিষয়
- ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ভাবনা (আরো পড়ুন)
- বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................