দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল, তা বিংশ শতাব্দীর দশের দশক থেকে ধীরে ধীরে প্রশমিত হতে থাকে| উভয় রাষ্ট্রের এই পরিবর্তিত সম্পর্ককে "দাঁতাত" বা "নমনীয় সহাবস্থানমূলক" অবস্থান হিসেবে চিহ্নিত করা হয়|
এই পর্বের মূল বৈশিষ্ট্য হলো, সংঘাতের ক্ষেত্রে কমিয়ে নিয়ে এসে ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রে প্রস্তুত করা, যাতে ধীরে ধীরে শান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে|
এই পর্বের মূল বৈশিষ্ট্য হলো, সংঘাতের ক্ষেত্রে কমিয়ে নিয়ে এসে ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রে প্রস্তুত করা, যাতে ধীরে ধীরে শান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে|
আমেরিকা ও রাশিয়ার জাতীয় পতাকা |
হেনরি কিসিঞ্জার এর মতে, "Detente is a process not a permanent achievement.... obviously the main concern must be the reduce the source of potential conflict ". তিনি দাঁতাত ব্যবস্থাকে "A mode of management of adversary power" বলে চিহ্নিত করেছেন|
বিশ্ব রাজনীতির ক্ষেত্রে দাঁতাত ঠান্ডা লড়াই এর অবসানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল| এর ফলে USA এবং USSAR তাদের আদর্শগত সংঘাতকে দূরে সরিয়ে আরো নিকটে আসে|
মূলত এই প্রক্রিয়ার ফলেই নিরস্ত্রীকরণের পর্যায়ক্রমিক অগ্রগতির মধ্য দিয়ে সামরিক জটগুলির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়| এই ব্যবস্থার মধ্য দিয়ে USA এবং USSAR পাস্পরিক সাংস্কৃতিক প্রযুক্তি ও বিজ্ঞান গবেষণার মধ্যে তথ্য আদান-প্রদানের পথ প্রশস্ত করেছিলো|
1990 সালের নভেম্বরে অনুষ্ঠিত প্যারিস শীর্ষ বৈঠকের মধ্য দিয়ে দাঁতাত ব্যবস্থা পূর্ব ইউরোপ ও পশ্চিম ইউরোপের মধ্যে বিভাজন দূর করে রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্যকে সুদৃঢ় করে তুলেছিল| মূলত দাঁতাতের পর্যায়কালে USA এবং USSAR উভয়ের বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে উদারীকরণ ও উন্মুক্ত বাজারের অর্থনীতি অবলম্বন করে আরো বেশি মাত্রায় রাষ্ট্রের উন্নতিতে মনোযোগী হয়|
দাঁতাত ব্যবস্থার ফলে সোভিয়েট ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন আঞ্চলিক বিবাদ ও সংঘাতের শান্তিপূর্ণ মীমাংসা সম্ভব হয়েছিল| রুশ-মার্কিন আলোচনার পরিপ্রেক্ষিতে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনারা অপসারণ শুরু হয়েছিল| মরক্কো, লিবিয়া ও আলজেরিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্কের উল্লেখযোগ্য লক্ষ্য করা গিয়েছিল| দাঁতাত প্রক্রিয়ার পরোক্ষভাবে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষেত্রে সমাজতন্ত্র-সাম্যবাদ, পুঁজিবাদের মত আদর্শগুলি বিভিন্ন রাষ্ট্রের বিদেশনীতির ক্ষেত্রে নির্ণায়ক শক্তি হিসেবে আর রইল না|
সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ USA এর সঙ্গে সমঝোতার নীতি গ্রহণ করে প্রয়োজন ভিত্তিক ধনতন্ত্র ও পুঁজিবাদী ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছিলেন| এর ফলে তা সোভিয়েত রাশিয়া সমাজতন্ত্রের সংকটকে ঘনীভূত করার পাশাপাশি বিশ্ব রাজনীতিতে মার্কিনের এক মেরুকরণের সূচনা করেছিল| সর্বশেষে বলা যায় যে, "American detente had a wide ranging impact. It not only influenced their bilateral relations but embraced the whole gamut International relations ".
তথ্যসূত্র
- Pavneet Singh, "International Relations".
- Ghosh Peu, "International Relations".
সম্পর্কিত বিষয়
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় উপনিবেশবাদের পতন তথা এর গুরুত্ব (আরো পড়ুন)
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির বিভাজন তথা বিশ্ব রাজনীতিতে তার প্রভাব (আরো পড়ুন)
- ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|