ব্রিটিশ ভারতে জাতীয় আয় নির্ণয় করার ক্ষেত্রে সর্বপ্রথম যার নাম উঠে আসে তিনি হলেন দাদাভাই নওরোজি| "wants and means of India" প্রবন্ধে দাদাভাই নওরোজি ভারতের জাতীয় উৎপাদন 300 মিলিয়ন পাউন্ড হিসেবে দেখিয়েছেন|
তাঁর মতে সেই সময় ভারতের জনসংখ্যা ছিল 150 মিলিয়ন, সেই ক্ষেত্রে প্রত্যেক ভারতবাসীর মাথাপিছু আয় মাত্র 20 টাকা ছিল বলে তিনি মনে করতেন|
তাঁর মতে সেই সময় ভারতের জনসংখ্যা ছিল 150 মিলিয়ন, সেই ক্ষেত্রে প্রত্যেক ভারতবাসীর মাথাপিছু আয় মাত্র 20 টাকা ছিল বলে তিনি মনে করতেন|
দাদাভাই নওরোজি
Author- unknown
Date- 1889
Source- wikipedia (check here)
License- creative commons
Modified- colour and background
|
1876 সালে প্রকাশিত অন্য দুটি প্রবন্ধে তিনি দেখিয়েছেন যে, ভারতে গড় উৎপাদন 40 মিলিয়ন পাউন্ড বৃদ্ধি পেলেও জনসংখ্যা 20 মিলিয়ন বৃদ্ধি বেড়েছিল, ফলে মাথাপিছু জাতীয় আয় 20 টাকা বেশি বৃদ্ধি পায়নি|
1871 সালে প্রকাশিত "Poverty and Un-British rule in India" গ্রন্থে নওরোজি 1867-68 সালকে নির্ণায়ক বছর ধরে জাতীয় আয় নির্ণয়ে প্রয়াসী হয়েছিলেন| সেই সময় ভারতের জনসংখ্যার পরিপেক্ষিতে প্রত্যেক ভারতবাসীর মাথাপিছু জাতীয় আয় 40 টাকা নির্ধারণ করেছিলেন|
তিনি জাতীয় আয় নির্ধারণের ক্ষেত্রে সামাজিক উৎপাদন এবং সরকার আদায়কৃত রাজস্বকে তাঁর হিসেবে রাখেননি| পাশাপাশি জাতীয় আয় নির্ধারণের ক্ষেত্রে তিনি কৃষি শিল্প বা বাণিজ্য ছাড়া অন্যান্য ক্ষেত্র থেকে আয় তার হিসেবের বাইরে রেখেছিলেন| ফলে জাতীয় আয় নির্ধারণের ক্ষেত্রে নওরোনি পদ্ধতিতে যেমন ছোটখাটো ত্রুটি থেকে গিয়েছিল, তেমনি অন্যদিকে তাঁর নির্ধারিত ভারতবাসীকে মাথাপিছু জাতীয় আয় সেই সময়ের প্রকৃত চিত্র তুলে ধরতে সক্ষম হয়নি|
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- অর্থনৈতিক জাতীয়তাবাদ বা Economic Nationalism (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|