ভারতের জাতীয়তাবাদের উন্মেষ তথা বিকাশের অনেকগুলি ক্ষেত্র ছিল| সামাজিক অসন্তোষ, রাজনৈতিক বঞ্চনা এগুলি ছাড়াও সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল অর্থনৈতিক শোষণ| এই শোষণের বিরুদ্ধেই ভারতীয় জাতীয়তাবাদীরা গড়ে তুলেছিল এক প্রবল প্রতিবাদ, যা পরিচিত "অর্থনৈতিক জাতীয়তাবাদ" বা "Economic Nationalism" নামে|
দাদাভাই নওরোজি
Author- unknown
Date- 1889
Source- wikipedia (check here)
License- creative commons
Modified- colour and background
|
ব্রিটিশ পতাকা |
জাতীয়তাবাদী অর্থনীতিবিদরা নিজেদের বক্তৃতা, লিখনী, সমাবেশ প্রভৃতির মাধ্যমে একটা জনসচেতনতা গড়ে তুলেছিলেন| এই অর্থনৈতিক জাতীয়তাবাদের আত্মপ্রকাশ ঘটেছিল দাদাভাই নওরোজির "Poverty and Un-British rule in India" গ্রন্থে এবং রমেশচন্দ্র দত্তের লেখা দুটি খন্ডে রচিত "The Economic History in India" নামক গ্রন্থে|
এই গ্রন্থগুলিতে ভারতবর্ষে ব্রিটিশ শাসন সম্পূর্ণভাবে অকল্যাণকর ছিল| কারণ এখানে শাসকের আদর্শ অভিভাবকসুলভ কার্যকলাপ নেই, সর্বদাই রয়েছে যতবেশি সম্ভব অর্থনৈতিক লুণ্ঠনের প্রয়াস| অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, ভারতবর্ষের দারিদ্রতা|
এই দারিদ্রতা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছিল| ভারতের বাইরেও প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল ব্রিটিশ সরকারের শোষণের বিরুদ্ধে| যার ফলে অর্থনৈতিক ভিত্তি করে প্রবল জাতীয়তাবাদী আন্দোলনও জোরদার হয়ে উঠেছিল|
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- দাদাভাই নওরোজি মতে, ব্রিটিশ ভারতের জাতীয় আয় নির্ণয় (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|