ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের উপাদান প্রথম বিশ্বযুদ্ধোত্তর ইতালির সংকটজনক পরিস্থিতির মধ্যে নিহিত ছিল| অতৃপ্তি, অস্থিরতা, আর্থিক সংকট, নিরাপত্তাহীনতা প্রভৃতি একাধিক কারণে বেনিতো মুসোলিনি ও তাঁর ফ্যাসিবাদকে ইটালিতে সুদৃঢ় ভিত্তি দিয়েছিল|
ইতালির ফ্লোরেন্স শহর |
ইউরোপীয় রাজ্যে সীমা বৃদ্ধি ও ইউরোপের বাইরে উপনিবেশ লাভের আশায় ইতালি প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে যোগদান করেন| কিন্তু প্যারিস শান্তি সম্মেলনে ইতালির সে আশা পূর্ণ হয়নি| আবার ডালমেশিয়া উপকূলে ইতালির প্রাধান্য স্বীকৃতি পায়, ফলে ইতালির সাম্রাজ্য গঠনের আশা ধুলিস্যাৎ হয়ে যায়| সুতরাং দেখা যায় বিজয়ী পক্ষে থাকলেও ইতালির বিজিত দেশগুলির মধ্যে ভার্সাই চুক্তি দ্বারা প্রতারিত ও লাঞ্ছিত হওয়াতে ক্ষুব্ধ হয়|
পররাষ্ট্রের ক্ষেত্রেও ব্যর্থতা ছাড়াও প্রথম বিশ্বযুদ্ধোত্তর যুগের পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল, তা ইতালির অর্থনীতিকে আঘাত করেছিল| মুদ্রা স্ফীতির পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদন হ্রাস পেতে থাকে, দেশবাসী অভাব-অনটনের মধ্যে নিক্ষিপ্ত হয় এবং শ্রমিক শ্রেণীর কর্মসূচি শুরু হয়| এই অবস্থায় শ্রমিক আন্দোলন ও অসন্তোষ তীব্র আকার ধারণ করে| 1918 খ্রিস্টাব্দে ইতালিতে প্রায় 292 টি শ্রমিক ধর্মঘট হয় এবং 1920 খ্রিস্টাব্দে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় 2000 টি|
ইতালির মানচিত্র |
দেশের এই রুপ সংকট মোচনে তদানীন্তন উদারপন্থী সরকার চরম ব্যর্থতার প্রমাণ দেয় এবং দেশকে অরাজকতা প্রায় গ্রাস করে ফেলে| এই পরিস্থিতিতে ইতালির সাধারণ মানুষ দলে দলে সমাজতন্ত্রী দলে যোগ দেয়| 1919 থেকে 1922 খ্রিস্টাব্দে মধ্যে ইতালিতে 6 টি মন্ত্রিসভার উত্থান-পতন ঘটে, যার ফলে কোন স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা অসম্ভব হয়ে পড়ে| এরকম অবস্থায় ইতালির সাধারণ মানুষের মনে এই ধারণা জন্ম নিয়েছিল যে, একনায়কতান্ত্রিক সরকারই দেশের সুদিন ফিরিয়ে আনতে সক্ষম হবে| আর এই মানসিকতার অনুকূল দিকটিকে কাজে লাগিয়ে সফল হয়েছিলেন বেনিতো মুসোলিনি|
অতঃপর দক্ষিণপন্থীদের প্রতিক্রিয়াশীল মনোবৃত্তি ও বামপন্থীদের ধ্বংসাত্মক মনোবৃত্তি থেকে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে মুসোলিনি যুব সমাজকে নিয়ে রাজনৈতিক দল গঠন করেন, যেটি ইউরোপের ইতিহাসে ফ্যাসিবাদী দল নামে পরিচিত| এই দল দেশবাসীর কাছে প্রাচীন ইতালির ঐতিহ্য মন্ডিত সংস্কৃতি পুনরুদ্ধারের আহবান জানাই|
ইতালির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে অস্থিরতা ছাড়াও জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি শক্তি উত্থান মুসোলিনিকে সাহসী করে তুলেছিল এবং 1934 সালে তিনি সমস্ত ন্যায়-নীতি বিসর্জন দিয়ে আবিসিনিয়া দখল করেন এবং আন্তর্জাতিক ইতিহাসে এর প্রভাব ছিল সুদূর প্রসারী| তাই আমরা বলতে পারি যে, এইভাবে ইতালির সামরিক পরিস্থিতি ও জার্মানিতে হিটলারের নেতৃত্ব প্রভৃতি পরিস্থিতি ইতালিতে ফ্যাসিবাদ এর উত্থানের পটভূমি রচনা করতে সহায়ক ও তৎপর হয়েছিল|
তথ্যসূত্র
- Frank McDonough, "Conflict, Communism and Fascism".
- Ghosh Peu, "International Relations".
সম্পর্কিত বিষয়
- ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ (আরো পড়ুন)
- অষ্টাদশ শতকের ইউরোপের আলোকিত যুগ (আরো পড়ুন)
- ষোড়শ শতকের ইউরোপের মানচিত্র অঙ্কনের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা (আরো পড়ুন)
- ভিয়েনা কংগ্রেসের নীতি ও কাজ, ১৮১৫ (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................