তাইপিং বিদ্রোহের(1851-1968) সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ নেতা ছিলেন হুং সিউ চুয়ান(Hung Hsiu Chuan)| 1814 খ্রিস্টাব্দে কোয়াংটং প্রদেশের একটি কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন| 18 বছর বয়সে তিনি গ্রামের একটি স্কুলে শিক্ষকতার কাজে যোগ দেন|
Title-তাইপিং বিদ্রোহ
Author - unknown
Date-circa 1860
Source-wikipedia (check here)
Modified-colour and background
licence- Creative commons
|
মাঞ্চু সরকারের অত্যাচার, দুর্নীতি এবং পাশ্চাত্য শক্তিবর্গের হাতে চীনের লাঞ্ছনা তাকে ব্যতীত করে তুলেছিল| এই সময় থেকে তিনি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং 1843 খ্রিস্টাব্দে তিনি প্রচার করতে থাকেন যে, চীনা বাসীদের দুঃখ-কষ্ট থেকে বাঁচানোর জন্য ঈশ্বর তাঁকে প্রেরণ করেছেন|
1845 খ্রিস্টাব্দে তিনি "ঈশ্বর ভক্তদের সমিতি" নামে একটি সংগঠন তৈরি করেন| পরবর্তীতে হতাশা ও দরিদ্র গ্রস্ত লোকেরা যথা- খনি শ্রমিক, ভূমিহীন চাষী, বেকার সৈনিক প্রভৃতিরা এই সমিতিতে যোগ দেয়| খুব অল্প সময়ের মধ্যে এই সমিতির সদস্য সংখ্যা 10,000 অতিক্রম করেছিল|
সর্বশেষে 1864 খ্রিস্টাব্দে তাইপিং বিদ্রোহের ব্যর্থতার পর হুং সিউ চুয়ান গ্রেফতার এড়ানোর জন্য আত্মহত্যা করেন|
.......................................
তথ্যসূত্র
- অমিত ভট্টাচার্য, "চীনের রূপান্তরের ইতিহাস 1840-1969"
- Jonathan Fenby, "The Penguin History of Modern China".
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|