রেনেসাঁ বা নবজাগরণের প্রধান অবদান হলো তার শিল্প, স্থাপত্য-ভাস্কর্য ও চিত্রকলা| চিত্রশিল্পে রেনেসাঁ ক্লাসিক যুগকে বহু পিছনে ফেলে দিয়েছিল| মানবতাবাদ ও প্রগতিবাদী চেতনা রেনেসাঁসের চিত্রকলাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল এবং চিত্রশিল্পের এসেছিল Perspective এর ধারণা|
আরো পরিষ্কার করে বলতে গেলে বিষয় বস্তুর আকৃতির উপর দূরত্বের অভাব, মানব মানবিকতাকে একদম স্বাভাবিক করে চিত্রায়িত করা শুরু হয়| এইভাবে চতুর্থ শতাব্দীতে রেনেসাঁ যুগে ইতালির চিত্রকলায় যে পরিবর্তন এসেছিল, তার কেন্দ্র ভূমি ছিল ফ্লোরেন্স|
পঞ্চদশ শতকের শেষে শিল্প ও চিত্রকলা যাকে "High Renaissance Art" বলা হয়, তার তিন ধরনের প্রধান চরিত্র ছিলেন- লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলেঞ্জেলো বা মিকেলেঞ্জেলো, রাফায়েল|
লিওনার্দো ছিল এক কথায় বলতে গেলে সৃষ্টির জগতে মার্ভেলাস| সৃষ্টির বিশালতা, অতুলনীয় কুশলতা ও নৈপুণ্য আর অপূরণীয় সৃষ্টি শক্তির অধিকারী ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি| তাঁর দুটি কালজয়ী সৃষ্টি হল "মোনালিসা" এবং "দ্য লাস্ট সাপার" বা "শেষ নৈশভোজ"| এই দুটি ছবি হলো পরিপ্রেক্ষিত আলোছায়া ও রং এর ব্যবহারের শিল্পের এক চরম প্রকাশ|
"দ্য লাস্ট সাপার"-এর যীশু তাঁর বারোজন শিষ্যকে তাঁর সঙ্গে ভোজে ডেকেছিলেন| আর ভোজ শেষে তিনি প্রকাশ করেছিলেন যে, পরের দিন তাঁরই শিষ্যদের মধ্যে একজনের বিশ্বাসঘাতকতায় তিনি শত্রুদের হাতে ধরা পড়বেন| শিষ্যদের প্রত্যেকে প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছিল তাদের ভয়, ঘৃণা, বিষন্নতা, অভিব্যক্তি ইত্যাদি বিচিত্র সমাহারে| অথচ যীশু পুরোপুরিভাবে শান্ত ও অবিচল ছিল|
"মোনালিসা" ছবিটি সম্পর্কে ভাসারি লিখেছেন যে, অসংখ্য সূক্ষ্ম খুঁটিনাটির নিখুঁত বিন্যাসে অসাধারণ কুশলতা প্রভৃতি যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে| আলো আঁধারে অসাধারণ ব্যবহারে ভিঞ্চি সৃষ্টি করেছিলেন এক অদ্ভুত রহস্যময়কে|
দ্য লাস্ট সাপার |
"দ্য লাস্ট সাপার"-এর যীশু তাঁর বারোজন শিষ্যকে তাঁর সঙ্গে ভোজে ডেকেছিলেন| আর ভোজ শেষে তিনি প্রকাশ করেছিলেন যে, পরের দিন তাঁরই শিষ্যদের মধ্যে একজনের বিশ্বাসঘাতকতায় তিনি শত্রুদের হাতে ধরা পড়বেন| শিষ্যদের প্রত্যেকে প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছিল তাদের ভয়, ঘৃণা, বিষন্নতা, অভিব্যক্তি ইত্যাদি বিচিত্র সমাহারে| অথচ যীশু পুরোপুরিভাবে শান্ত ও অবিচল ছিল|
মোনালিসা |
"মোনালিসা" ছবিটি সম্পর্কে ভাসারি লিখেছেন যে, অসংখ্য সূক্ষ্ম খুঁটিনাটির নিখুঁত বিন্যাসে অসাধারণ কুশলতা প্রভৃতি যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে| আলো আঁধারে অসাধারণ ব্যবহারে ভিঞ্চি সৃষ্টি করেছিলেন এক অদ্ভুত রহস্যময়কে|
রাফায়েল
ভাসারি ভাষায় রাফায়েল চিত্রকলাকে তুলে দিয়েছেন উচ্চ আকাশে| ম্যাডোনার যে অসংখ্য ছবিগুলি তিনি এঁকে ছিলেন, তার মধ্যে ধর্মবোধ ও মানবিকতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়| নিজের কল্পনা দিয়ে রাফায়েল যেন মুক্ত করে দিতেন দর্শকের কল্পনাকে| রাফায়েলের বিখ্যাত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- "স্কুওলা দি আতেনে" বা "অ্যাথেন্সের বিদ্যালয়"(the school of Athens), "দ্য ট্রান্সফিগারেশন"(The Transfiguration) প্রভৃতি|
মাইকেলেঞ্জেলো
রেনেসাঁ যুগে আরেক অন্যতম এবং উল্লেখযোগ্য চিত্রশিল্পে ছিলেন মাইকেলেঞ্জেলো এবং তৎকালীন যুগে তাঁর চিত্রশিল্প এক চরম উৎকর্ষের সীমায় পৌঁছে গিয়েছিল|
সিস্টিন চ্যাপেলের "The Creation of Adam" যে দেওয়াল চিত্রটি তিনি এঁকে ছিলেন, তাতে দেখানো হয়েছে আলোর সৃষ্টি, সূর্য ও চাঁদের সৃষ্টি, পৃথিবীর আর জলের বিভক্ত করা, মহাপ্লাবন ইত্যাদি| বাইবেলের কাহিনী, যীশুর জীবন ও কর্মকান্ডের নানা কাহিনী দিয়ে বৈচিত্র্যের বিচারে সিস্টিন চ্যাপেলে দেওয়াল ছিল অতুলনীয়|
তাছাড়া 1530 দশকের ইউরোপীয় ধর্মীয় পটভূমিতে তিনি "The last judgement" নামে দেওয়াল চিত্র এঁকে ছিলেন, তাতে ধর্মীয় মানসিকতার ছাপ স্পষ্টভাবে দেখা যায়|
উপসংহার
"High Renaissance" এর অন্য দুটি শিল্পী ছিলেন জিওটি ও টাইটিয়ান| তবে যাইহোক লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলেঞ্জেলো, রাফায়েল মধ্যে নবজাগরণের শিল্পী ব্যক্তিসত্তার পূর্ণতার দেখা দিয়েছিল| তারা চিত্রকলার জীবনের জয়গান গিয়েছিলেন, আর তারা শুধুমাত্র বাস্তবকে ধরতে চাননি, বাস্তবকে অতিক্রম করে আনন্দ ও সৌন্দর্যের সন্ধান অনুভব করেছিলেন|
.......................................
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- সাহিত্য ও শিল্পের উপর রেনেসাঁ এর প্রভাব (আরো পড়ুন)
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|