1453 খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণের ফলে কনস্টান্টিনোপলের পতন ঘটেছিল এবং ঠিক একই সময় ইতালির পুনর্জন্ম হয়েছিল| রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, শিক্ষা, সাহিত্য ও শিল্পে এই সময় যুগান্তকারী পরিবর্তন ঘটেছিল বলে পণ্ডিতরা এর নাম দিয়েছিল রেনেসাঁ| রেনেসাঁ থেকে পশ্চিমা সমাজে নানা ধরনের পরিবর্তন ঘটে বলে একে নবযুগ বলেও উল্লেখ করা হয়েছে|
উনিশ শতকের Leopold von Ranke ও তাঁর অনুগামীরা জাতীয় রাষ্ট্র, সমাজতন্ত্র, আমলাতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতার নীতিবোধ, রাষ্ট্রীয় নীতি এবং শক্তি সামগ্রী যোগ করে আধুনিক বলে উল্লেখ করেছেন| ইতালির রেনেসাঁসের ইতিহাসে বুখাট জানিয়েছেন যে, "ইতালির রেনেসাঁ থেকে পশ্চিমে সভ্যতার ধারা গড়ে উঠেছিল এবং বহু শতাব্দী ধরে এই ধারা প্রবাহমান ছিল"|
1500 খ্রিস্টাব্দ নাগাদ মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যেকার বিভাজন রেখাটি স্পষ্ট হয়ে যায়| তবে সেই সময় একই সঙ্গে আধুনিক যুগের শুরু হয়নি| 1454 খ্রিস্টাব্দে ইতালির আক্রমণ থেকে ফ্রান্সে সংযুক্তি সময় থেকে স্পেন, টিউডর রাজত্ব থেকে ইংল্যান্ডে এবং পঞ্চম চার্লস এর রাজত্বকাল থেকে জার্মানিতে আধুনিক যুগের শুরু হয়|
ফ্লোরেন্স |
কিন্তু মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যেকার এই বিভাজন রেখাকে অতি স্মরণীয়করণ বলে মনে করা হয়| তারা যুক্তি দেখান যে, 1453 খ্রিস্টাব্দ আগেই ইতালির রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনের পরিবর্তন ঘটেছিল এবং উত্তরের দেশগুলিতে আধুনিক যুগের প্রশ্ন নিয়ে এক উত্তাল আবহাওয়া বয়ে ছিল| তবে আধুনিক যুগে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল প্রাকৃতিক বিজ্ঞানচর্চা| এই যুগে প্রাকৃতিক বিজ্ঞানকে অবহেলা করেনি এবং বড় ধরনের যন্ত্রপাতির আবিষ্কার হয়নি বলে অনেকে বলেছেন, বিজ্ঞানের ক্ষেত্রে এই যুগে নবজাগরণ ঘটেনি|
রেনেসাঁর সময় ধ্রুপদী সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ল্যাটিনের চর্চা বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছিল| আবার সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত হয় মানবতাবাদীরা এবং ল্যাটিন গামার ও পাঠ্যপুস্তক এর প্রবর্তন করে বহুকাল এগুলির ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার অঙ্গ হিসাবে পরিগণিত হতে থাকে| তাছাড়া ল্যাটিনের সঙ্গে গ্রিক ও হিব্রু চর্চা শুরু হয়|
বুখাট মনে করেন, রেনেসাঁর যুগে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার পুনর্জীবন ও পুনর্বাসন ঘটেছিল এবং অতীতের সাহিত্য, শিক্ষা ও শিল্পের প্রতি অনুরাগ তৈরি হয়েছিল| এই যুগে স্থানীয় ভাষায় সাহিত্যচর্চা শুরু হয় এবং এর বিকাশ জনমানুষের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে| শুধু সাহিত্য ক্ষেত্রে নয়, শিল্পকলার ক্ষেত্রে বিভিন্ন দেশে স্থানীয় স্বতন্ত্র ধারা গড়ে উঠেছিল|
বুখাট মনে করেন, রেনেসাঁর যুগে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার পুনর্জীবন ও পুনর্বাসন ঘটেছিল এবং অতীতের সাহিত্য, শিক্ষা ও শিল্পের প্রতি অনুরাগ তৈরি হয়েছিল| এই যুগে স্থানীয় ভাষায় সাহিত্যচর্চা শুরু হয় এবং এর বিকাশ জনমানুষের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে| শুধু সাহিত্য ক্ষেত্রে নয়, শিল্পকলার ক্ষেত্রে বিভিন্ন দেশে স্থানীয় স্বতন্ত্র ধারা গড়ে উঠেছিল|
পঞ্চদশ শতক থেকে মুদ্রণ যন্ত্রের ব্যবহার শুরু হয়েছিল| এই মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হলো পশ্চিমী সভ্যতার ইতিহাসে এক বিভাজন রেখা, তবে কিছু ঐতিহাসিকের মতে, "মুদ্রণ বিপ্লব পশ্চিমী জীবনধারাকে সম্পূর্ণ ভাবে পরিবর্তন করতে পারিনি| অবশ্য শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটেছিল, তবে রেনেসাঁ থেকে এর সূচনা হয়েছিল এক কথায় বলা যায় না"| বিভিন্ন ঐতিহাসিকরা তাদের গবেষণায় দেখিয়েছেন যে, রেনেসাঁসের 100 বছর আগে ইউরোপে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল|
রেনেসাঁর প্রধান বৈশিষ্ট্য হলো জগৎ, জীবন, নীতিবোধ ইত্যাদি সম্পর্কে এক নতুন জিজ্ঞাসা| এই নতুন কৌতুহল কি আধুনিকতার একমাত্র লক্ষণ? বুখাট মনে করেন, রেনেসাঁ থেকে আধুনিক যুগের সূচনা হয়েছিল| এই কথা ঠিক যে, রেনেসাঁ থেকে ইউরোপের জীবনে নতুন পর্বের সূচনা হয়| এই সময় থেকে নতুন সভ্যতা ও সংস্কৃতির আবির্ভাব ঘটেছিল|
বুখাটের অন্য বক্তব্য শুধু ইতালিকে কেন্দ্র করে ঘটেছিল সেটাও মেনে নেওয়া যায় না| কারণ রেনেসাঁসের প্রভাব শুধুমাত্র ইতালির মাতৃভূমিতে সীমাবদ্ধ ছিল না, উত্তর ও মধ্য ইউরোপের রেনেসাঁ নিঃসন্দেহে আধুনিকতার সূত্রপাত ঘটেছিল| তবে একথা দীপ্ত কন্ঠে বলা যায়, পঞ্চদশ শতক ইউরোপীয় জীবনধারায় যে পরিবর্তন ঘটেছিল, তা অস্বীকার করার কোন উপায় নেই|
রেনেসাঁর প্রধান বৈশিষ্ট্য হলো জগৎ, জীবন, নীতিবোধ ইত্যাদি সম্পর্কে এক নতুন জিজ্ঞাসা| এই নতুন কৌতুহল কি আধুনিকতার একমাত্র লক্ষণ? বুখাট মনে করেন, রেনেসাঁ থেকে আধুনিক যুগের সূচনা হয়েছিল| এই কথা ঠিক যে, রেনেসাঁ থেকে ইউরোপের জীবনে নতুন পর্বের সূচনা হয়| এই সময় থেকে নতুন সভ্যতা ও সংস্কৃতির আবির্ভাব ঘটেছিল|
বুখাটের অন্য বক্তব্য শুধু ইতালিকে কেন্দ্র করে ঘটেছিল সেটাও মেনে নেওয়া যায় না| কারণ রেনেসাঁসের প্রভাব শুধুমাত্র ইতালির মাতৃভূমিতে সীমাবদ্ধ ছিল না, উত্তর ও মধ্য ইউরোপের রেনেসাঁ নিঃসন্দেহে আধুনিকতার সূত্রপাত ঘটেছিল| তবে একথা দীপ্ত কন্ঠে বলা যায়, পঞ্চদশ শতক ইউরোপীয় জীবনধারায় যে পরিবর্তন ঘটেছিল, তা অস্বীকার করার কোন উপায় নেই|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- সাহিত্য ও শিল্পের উপর রেনেসাঁ এর প্রভাব (আরো পড়ুন)
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
- ইতালীয় রেনেসাঁর চিত্রকলা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................