মার্কেন্টাইলবাদ কি এবং সপ্তদশ শতকের ইউরোপের এর প্রভাব

ফরাসি সম্রাট চতুর্দশ লুই এর বিখ্যাত মন্ত্রী কোলবাট মন্তব্য করেছিলেন যে, "অর্থের উৎস বাণিজ্য এবং যুদ্ধের গুরুত্বপূর্ণ  স্নায়ু হল অর্থ"| কোলবাটের এই মন্তব্য থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্য অনেকটাই স্পষ্ট হয়| 

অ্যাডাম স্মিথ তাঁর "wealth of Nation" গ্রন্থে মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম ব্যবহার করে| হেনরি পিরেনের মতে, মার্কেন্টাইলবাদের উৎপত্তি ইউরোপে দেখা গিয়েছিল চতুর্দশ ও পঞ্চদশ শতকে|

মার্কেন্টাইলবাদ_কি_এবং_সপ্তদশ_শতকের_ইউরোপের_এর_প্রভাব

       অ্যাডাম স্মিথ

Source- wikipedia (check here)
Modified- colour and background
License- creative commons


মার্কেন্টাইলবাদ বা মার্কেন্টাইল নীতি বলতে কি বুঝায়

সহজ ভাষায় মার্কেন্টাইলবাদ বলতে বোঝায় দেশীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে শিল্প এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ|

এই কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে নিজ দেশে অধিক পরিমাণ সম্পদ আহরণকে গুরুত্ব দেওয়া হয়| পরবর্তীকালে অর্থ ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহের ক্ষেত্রেও নজর দেওয়া হয়েছিল| 

মার্কেন্টাইলবাদ_কি_এবং_সপ্তদশ_শতকের_ইউরোপের_এর_প্রভাব

        শিল্প



এই নীতি অনুসারে রাষ্ট্র ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করে এবং আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করে নিজেদের অনুকূলে বাণিজ্যিক ভারসাম্য গড়ে তুলতে চেয়েছিল|


মার্কেন্টাইলবাদী অর্থনীতির বৈশিষ্ট্য

মার্কেন্টাইলবাদী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল স্বয়ং সম্পূর্ণতা অর্জন| দেশকে শিল্পপণ্য উৎপাদনের স্বনির্ভরতা অর্জন করতে হবে এবং দেশের সমৃদ্ধির উৎপন্ন পণ্য বিদেশে রপ্তানী করতে হবে| শিল্পের পাশাপাশি দেশকে কৃষি উৎপাদনেও স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে হবে|

মার্কেন্টাইলবাদ_কি_এবং_সপ্তদশ_শতকের_ইউরোপের_এর_প্রভাব

        কৃষক



কৃষি দেশে মানুষের খাদ্য শস্যের যোগান দেবে এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করবে| তবে এই অর্থনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাণিজ্য|  বাণিজ্য এমনভাবে পরিচালনা করতে হবে যাতে দেশের সম্পদ বৃদ্ধি পায়|

এজন্য উপনিবেশ স্থাপন করে বাণিজ্যের বিস্তার ঘটাতে হবে| আমদানি পণ্যের উপর অধিকহারে শুল্ক বসিয়ে দেশের শিল্পকে রক্ষা করা ছিল এর নীতি| উপনিবেশ স্থাপন ও রক্ষার জন্য নৌবহর গঠন করা ছিল জরুরি|



মার্কেন্টাইলবাদের লক্ষ্য

মার্কেন্টাইলবাদের অন্যতম লক্ষ্য ছিল সম্পদ আহরণের উদ্দেশ্যে বিভিন্ন অঞ্চলে উপনিবেশ গড়ে তোলা| ষোড়শ শতাব্দীতে স্পেন ও পর্তুগাল এবং সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড পৃথিবীর বিভিন্ন স্থানে তাদের উপনিবেশ গড়ে তুলেছিল|

প্রতিটি রাষ্ট্র নিজস্ব উপনিবেশগুলোতে একচেটিয়া বাণিজ্য গড়ে তুলতে প্রয়াসী হয়েছিল| ইউরোপীয় রাষ্ট্রগুলি একদিকে উপনিবেশগুলি থেকে কাঁচামাল সংগ্রহ করত এবং অন্যদিকে নিজেদের দেশে তৈরি পণ্যগুলি চড়া দামে উপনিবেশগুলি বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করত|

মাতৃভূমির স্বার্থে ইউরোপীয় শক্তিবর্গ উপনিবেশগুলিকে অবাধ শোষণ ও লুন্ঠন করার নীতি নিয়েছিল| ফলে অষ্টাদশ ও সপ্তদশ শতাব্দীতে বিভিন্ন উপনিবেশগুলিতে অধিকার কায়েম করার জন্য ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে উদ্ভব হয়েছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষ|


মার্কেন্টাইল নীতির প্রধান অঙ্গ এবং উদ্দেশ্য

গোড়ার দিকে পর্তুগালে মার্কেন্টাইল নীতির প্রধান অঙ্গই ছিল ব্যবসা-বাণিজ্য এবং উদ্দেশ্য ছিল পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে মশলা ব্যবসায়ী একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করা| এক্ষেত্রে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভূমিকায় অবতীর্ণ হয় হল্যান্ড|

সপ্তদশ শতকের গোড়ার থেকেই প্রতিদ্বন্দ্বিতা জোরদার হয় এবং 1640 থেকে 1641 সালে ওলন্দাজরা পর্তুগীজদের অধিকৃত অঞ্চল সংগ্রহের উপর আক্রমণ চালাতে থাকে এবং মালাক্কা পর্যন্ত তাদের অগ্রগতি অব্যাহত রাখে| এই প্রতিযোগিতার ফলে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ থেকে পর্তুগালরা বিদায় নিতে বাধ্য হয় এবং ওলন্দাজরা মশলা ব্যবসায়ী একচেটিয়া অধিকার স্থাপন করে|


ইংল্যান্ড ও হল্যান্ডের মধ্যে ঔপনিবেশিক সংঘাত

এরপর পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের মশলা ব্যবসাকে কেন্দ্র করে ওলন্দাজ ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘাত শুরু হয়| এই সংঘাত "অ্যামবয়নার" হত্যাকাণ্ডে চরম রূপ নেয়| অ্যামবয়নার এক সাজানো ষড়যন্ত্রের অজুহাতে 10 জন ইংরেজ কর্মচারীকে হত্যা করে| এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে প্রতিবাদের ঝড় ওঠে|

মার্কেন্টাইলবাদ_কি_এবং_সপ্তদশ_শতকের_ইউরোপের_এর_প্রভাব

        মশলার বাজার



ক্রমওয়েল হল্যান্ডের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে এবং 1651 খ্রিস্টাব্দে নেভিগেশন আইন এর মাধ্যমে ওলন্দাজরা যে বাণিজ্য পণ্য ইংল্যান্ডে নিয়ে আসত তার উপর ইংল্যান্ডে একচেটিয়া অধিকার স্থাপন করা হয়| ইংল্যান্ডে পণ্য বহনের ক্ষেত্রে শুধু ইংরেজদের অনুমতি দান করা হয়|

এভাবে ওলন্দাজদের সাথে ব্যবসা করে তাদের শিক্ষা দেওয়া হয়| এরই পরিণতি ছিল 1652-59 খ্রিস্টাব্দে ইঙ্গ-ডাচ যুদ্ধ| যুদ্ধের ফলাফল কোন পক্ষের অনুকূলে না গেলেও হল্যান্ডেরই ক্ষতি হয়েছিল বিরাট| সন্ধির শর্তানুসারে হল্যান্ড ইংল্যান্ডে নেভিগেশন আইনের শর্তাদি মেনে নিতে বাধ্য হয়|

দ্বিতীয় চার্লস এর আমলে হল্যান্ডের সঙ্গে আবার 1664-67 খ্রিস্টাব্দে সংঘর্ষ শুরু হয়| যুদ্ধের শেষে ইংল্যান্ড হল্যান্ডের কাছ থেকে নিউ আমস্টারডাম লাভ করে| এর কয়েক বছর পরে দ্বিতীয় চার্লস ফ্রান্সের চতুর্দশ লুই এর সাথে যোগ দিয়ে হল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে নিজেকে যুক্ত করেন| কিন্তু পরে চতুর্দশ লুইয়ের আগ্রাসনে আকাঙ্ক্ষিত ইংল্যান্ড ও হল্যান্ড পুনরায় বিরোধ তুলে দিয়ে ফ্রান্সের বিরুদ্ধে একজোট হয়|


ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে উপনিবেশিক দ্বন্দ্ব

এরপরে 1688 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের সূত্র ধরে দ্বিতীয় জেমস এর কন্যা মেরি ও জামাতা হল্যান্ডের যুবরাজ তৃতীয় উইলিয়াম ইংল্যান্ডের সিংহাসন আহরণ করেন| হল্যান্ডের ভবিষ্যৎ রাজা হিসাবে উইলিয়ামের সাথে ফ্রান্সে চতুর্দশ লুইয়ের শত্রুতা ছিল অতি স্বাভাবিক| এইভাবে 1688 থেকে ফ্রান্সের বিরুদ্ধে হল্যান্ড ও ইংল্যান্ডের যৌথ এক দীর্ঘস্থায়ী সংগ্রাম শুরু হয়|

এই সংগ্রামের অন্যতম বিষয় ছিল ফ্রান্স না ইংল্যান্ড কোন শক্তি ভারত ও আমেরিকায় প্রাধান্য স্থাপন করবে|  ফরাসি মন্ত্রী কোলবাটের সকল বাণিজ্য ও উপনিবেশ নীতির অনিবার্য পরিণাম ছিল ইংল্যান্ডের সাথে ফ্রান্সের সংঘাত| জনৈক শান্তি চুক্তির মাধ্যমে এই চুক্তির পরিসমাপ্তি ঘটে এবং উভয় পক্ষই আমেরিকায় পরস্পরের বিজিত অঞ্চল ফিরিয়ে দেয়|

অবশেষে 1763 খ্রিস্টাব্দে ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সমাপ্তির পর প্যারিসের সন্ধির মাধ্যমে ভারত ও আমেরিকাতে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে|ইংল্যান্ড পৃথিবীর প্রধানতম বাণিজ্যিক ও ঔপনিবেশিক শক্তি হিসেবে উঠে আসে|

সুতরাং সঙ্গত কারণেই Devid ও Ogg বলেছেন যে, "সপ্তদশ শতকে ও অষ্টাদশ শতকের প্রথমার্ধে ইউরোপে যে যুদ্ধগুলি ঘটেছিল, সেগুলি আদৌও ধর্মীয় যুদ্ধ বা সিংহাসনের উত্তরাধিকারী সংক্রান্ত যুদ্ধ ছিল না| যুদ্ধগুলি ছিল মার্কেন্টাইলবাদ নামক অর্থনৈতিক ব্যবস্থার স্বাভাবিক পরিণতি"|


উপসংহার 

সেই দিক থেকে বিচার করলে দেখা যায় যে, মার্কেন্টাইলবাদ অবশ্যই উগ্র জাতীয়তাবাদ ও আগ্রাসী বৈদেশিক নীতির জন্ম দিয়েছিল|



তথ্যসূত্র

  1. Elena Scarfagna Rossi, "mercantilism in the Europe of the 1990S: A brief essay".
  2. Phillip J. Smith, "The Rise And Fall Of The British Empire: Mercantilism, Diplomacy And The Colonies".

সম্পর্কিত বিষয়

  1. মার্কেন্টাইলবাদ কি এবং সপ্তদশ শতকের ইউরোপের এর প্রভাব (আরো পড়ুন)
  2. মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
  3. কৃষি মূলধন ও শিল্প মূলধনের মধ্যে পার্থক্য (আরো পড়ুন)
    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                       .......................................

      নবীনতর পূর্বতন
      👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
      
          
        
        👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
      
          👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
        
        
          👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
      
      
          👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
      
      
      
      
          
        
      
        
      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


       


       




      
      

      👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

      
      
      

      👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

      👉ক্লিক করুন 🌐