মেইজি যুগে জাপানে প্রবর্তিত নতুন ভূমি ব্যবস্থা

1868 খ্রিস্টাব্দে জাপানে মেইজি বা মেজি পুনঃপ্রতিষ্ঠার পর জাপানকে আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হয়| এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, মধ্যযুগীয় সামন্ত ব্যবস্থার অবসান ঘটানো ও নতুন ভূমি ব্যবস্থার প্রবর্তন| পুনঃপ্রতিষ্ঠিত রাজতন্ত্র শোগুনদের  ভূসম্পত্তি অধিগ্রহণ করেছিল এবং প্রত্যেক জমিদারিতে একজন করে কর্মচারী নিয়োগ করা হয়|

1869 খ্রিস্টাব্দে ডাইমিয়ো ও জায়গীর ভোগকারী সকলেই তাদের দলিল সম্রাটের হাতে তুলে দেয়| সামন্তরা তাদের "Fiet" সম্রাটের হাতে অর্পণ করে, সবশেষে 1871 খ্রিস্টাব্দে একটি ঘোষনা পত্রের দ্বারা সরকার সামন্ত গোষ্ঠীর অবলুপ্তি ঘটায়|


মেইজি-যুগে-জাপানে-প্রবর্তিত-নতুন-ভূমি-ব্যবস্থা

জাপানের অবস্থান



এই যুগে শাসকেরা যে নতুন ভূমি ও রাজস্ব নীতি গ্রহণ করেছিল, তার ভিত্তি ছিল দুটি-
  1. একটি স্থিতিশীল ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন|
  2. লেসে-ফেয়ার অর্থনীতির প্রভাব|

এই যুগে রাষ্ট্র ডাইমিয়োদের কাছ থেকে ও সামুরাইদের জায়গীরগুলি বাজেয়াপ্ত করে সেগুলি কৃষকদের মধ্যে বন্টন করেছিলো| কৃষি জমির উপর কৃষকের ব্যক্তিগত মালিকানা অনুমোদন করা হয়েছিল| কৃষকের জমির উপর ব্যক্তিগত মালিকানার মধ্যে প্রতিফলন ঘটেছিল লেসে-ফেয়ার অর্থনীতির|

কৃষকরা বংশানুক্রমিকভাবে জমির মালিকানা পেয়েছিল এবং সেই জমি তারা হস্তান্তর করতে পারতো, বন্ধক রাখতে পারতো ও বিক্রি করতে পারতো| এই প্রক্রিয়ার ফলে গ্রামে বড় ও ধনী চাষীদের উত্থান ঘটেছিল| বড় ও ধনী চাষীরা ছোট চাষীদের জমিগুলি গ্রাস করতে শুরু করে|

অনেক ছোট চাষী ধনী চাষীদের কাছে জমিগুলি বিক্রি করে শহরে চলে যায়| তখনও সে সব ছোট চাষী গ্রামে ছিলেন, যারা তাদের জমি ধনী চাষীর কাছে বিক্রি করে ভাড়াটে মজুর হিসাবে কাজ করতেন|

ছোট কৃষকরা নির্দিষ্ট সময় খাজনা দেওয়ার জন্য মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিতেন, যার ফলে উদ্ভব ঘটে মহাজন শ্রেণীর| মহাজনেরা ধীরে ধীরে ছোট ছোট চাষীদের জমিগুলি গ্রাস করতে শুরু করে| নতুন ভূমি ব্যবস্থায় সকলেই সরাসরি রাষ্ট্রকে রাজস্ব প্রদান করত, তবে প্রান্তিক চাষীদের স্বার্থের পরিপন্থী ছিল এই নতুন ভূমি ব্যবস্থা|

1873 খ্রীষ্টাব্দে মেইজি সরকার কৃষকদের অর্থকারী শস্য উৎপাদন ও বিক্রি করার অধিকার দিয়েছিল| নগদে রাজস্ব আদায় নীতি ও কৃষি পণ্য বিক্রির অধিকারের জন্য জাপানে কৃষিতে বাণিজ্যকরণ ঘটেছিল| ধনী চাষিরা অর্থকারী ফসল চাষ করে ও তা বিক্রি করে যে মুনাফা পেয়েছিল, তার একটা অংশ তারা বাণিজ্য ও শিল্পে বিনিয়োগ করে|

এইভাবে জাপানে বাণিজ্য ও শিল্পের উন্নতি তথা অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠনের পিছনে মেইজি যুগে প্রবর্তিত নয়া ভূমি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল|


তথ্যসূত্র

  1. ড. হরপ্রসাদ চট্টোপাধ্যায়, "জাপানের ইতিহাস"
  2. R. H. P. Mason, "A History of Japan".
  3. Kenneth Henshall, "A History of Japan: From Stone Age to Superpower".
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐