ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র ছিলেন মাটির লুথার(১৪৮৩-১৫৪৬ খ্রিষ্টাব্দ) এবং তিনি উত্তর জার্মানির এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন| তাঁর পাঠ সমাপ্ত করে উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন|
এরপর ১৫১০ খ্রিস্টাব্দ ধর্মতত্ত্বের প্রকৃত সত্য উদঘাটনের উদ্দেশ্যে তিনি ক্যাথলিক ধর্মের কেন্দ্র স্থল রোম পরিদর্শনে আসেন| সেখানে গিয়ে ক্যাথলিক গির্জা ও ধর্মযাজকদের দুর্নীতি দেখে তিনি মর্মাহত হন এবং এর দুর্নীতি থেকে খ্রিস্ট ধর্মকে রক্ষা করার জন্য তিনি সংকল্প গ্রহণ করেন|
যখন ১৫১৭ খ্রিস্টাব্দে পোপ দশম লিওর প্রতিনিধি টেটজেল জার্মানিতে "মার্জনা পত্র" বিক্রি করাতে লুথার এই কাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন|
তিনি বাইবেল ব্যাখ্যা করে দেখান যে, ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক সম্পূর্ণ কর্মের দ্বারা পূর্ব-নির্ধারিত| এই জন্য লুথার পোপের অন্যায় ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ৯৫ থিসিস বা প্রশ্নাবলী রচনা করেন এবং তিনি এই প্রশ্নাবলী উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের দরজায় ঝুলিয়ে দেন ও পোপের উত্তরের দাবি করেন|
লুথার এই প্রশ্নাবলীর মাধ্যমে পোপকে ৯৫টি প্রশ্ন করা হয়েছিল| লুথারের প্রশ্নাবলী সাধারণ মানুষের মধ্যে প্রবল আলোড়ন তুলে এবং পোপের আচরণ ও কর্মসীমা সম্পর্কে মানুষের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়| পোপের প্রতিনিধি টেটজেল এই প্রশ্নাবলীর প্রত্যুত্তরে লুথারকে ১০০টি প্রশ্ন ছাপিয়ে প্রচার করেন, কিন্তু জার্মান ছাত্ররা সেই প্রচারপত্র আগুনে পুড়িয়ে প্রতিবাদ করেন|
পরিশেষে এই কথা বলা যায় যে, এই প্রশ্নাবলী রচনায় লুথারের প্রকৃত উদ্দেশ্য ছিল- রোমান ক্যাথলিক যাজকদের সঙ্গে ধর্মের প্রকৃত স্বরূপ সম্পর্কে বিতর্কে অবতীর্ণ হওয়া|
.......................................
যখন ১৫১৭ খ্রিস্টাব্দে পোপ দশম লিওর প্রতিনিধি টেটজেল জার্মানিতে "মার্জনা পত্র" বিক্রি করাতে লুথার এই কাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন|
বাইবেল |
তিনি বাইবেল ব্যাখ্যা করে দেখান যে, ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক সম্পূর্ণ কর্মের দ্বারা পূর্ব-নির্ধারিত| এই জন্য লুথার পোপের অন্যায় ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ৯৫ থিসিস বা প্রশ্নাবলী রচনা করেন এবং তিনি এই প্রশ্নাবলী উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের দরজায় ঝুলিয়ে দেন ও পোপের উত্তরের দাবি করেন|
লুথার এই প্রশ্নাবলীর মাধ্যমে পোপকে ৯৫টি প্রশ্ন করা হয়েছিল| লুথারের প্রশ্নাবলী সাধারণ মানুষের মধ্যে প্রবল আলোড়ন তুলে এবং পোপের আচরণ ও কর্মসীমা সম্পর্কে মানুষের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়| পোপের প্রতিনিধি টেটজেল এই প্রশ্নাবলীর প্রত্যুত্তরে লুথারকে ১০০টি প্রশ্ন ছাপিয়ে প্রচার করেন, কিন্তু জার্মান ছাত্ররা সেই প্রচারপত্র আগুনে পুড়িয়ে প্রতিবাদ করেন|
পরিশেষে এই কথা বলা যায় যে, এই প্রশ্নাবলী রচনায় লুথারের প্রকৃত উদ্দেশ্য ছিল- রোমান ক্যাথলিক যাজকদের সঙ্গে ধর্মের প্রকৃত স্বরূপ সম্পর্কে বিতর্কে অবতীর্ণ হওয়া|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- সাহিত্য ও শিল্পের উপর রেনেসাঁ এর প্রভাব (আরো পড়ুন)
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|