মার্টিন লুথারের ৯৫ থিসিস

ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র ছিলেন মাটির লুথার(১৪৮৩-১৫৪৬ খ্রিষ্টাব্দ) এবং তিনি উত্তর জার্মানির এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন| তাঁর পাঠ সমাপ্ত করে উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন|

মার্টিন_লুথারের_৯৫_থিসিস

মাটির লুথার



এরপর ১৫১০ খ্রিস্টাব্দ ধর্মতত্ত্বের প্রকৃত সত্য উদঘাটনের উদ্দেশ্যে তিনি ক্যাথলিক ধর্মের কেন্দ্র স্থল রোম পরিদর্শনে আসেন| সেখানে গিয়ে ক্যাথলিক গির্জা ও ধর্মযাজকদের দুর্নীতি দেখে তিনি মর্মাহত হন এবং এর দুর্নীতি থেকে খ্রিস্ট ধর্মকে রক্ষা করার জন্য তিনি সংকল্প গ্রহণ করেন|

যখন ১৫১৭ খ্রিস্টাব্দে পোপ দশম লিওর প্রতিনিধি টেটজেল জার্মানিতে "মার্জনা পত্র" বিক্রি করাতে লুথার এই কাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন|

মার্টিন_লুথারের_৯৫_থিসিস
বাইবেল


তিনি বাইবেল ব্যাখ্যা করে দেখান যে, ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক সম্পূর্ণ কর্মের দ্বারা পূর্ব-নির্ধারিত| এই জন্য লুথার পোপের অন্যায় ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ৯৫ থিসিস বা প্রশ্নাবলী রচনা করেন এবং তিনি এই প্রশ্নাবলী উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের দরজায় ঝুলিয়ে দেন ও পোপের উত্তরের দাবি করেন|

লুথার এই প্রশ্নাবলীর মাধ্যমে পোপকে ৯৫টি প্রশ্ন করা হয়েছিল| লুথারের প্রশ্নাবলী সাধারণ মানুষের মধ্যে প্রবল আলোড়ন তুলে এবং পোপের আচরণ ও কর্মসীমা সম্পর্কে মানুষের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়| পোপের প্রতিনিধি টেটজেল এই প্রশ্নাবলীর প্রত্যুত্তরে লুথারকে ১০০টি প্রশ্ন ছাপিয়ে প্রচার করেন, কিন্তু জার্মান ছাত্ররা সেই প্রচারপত্র আগুনে পুড়িয়ে প্রতিবাদ করেন|

পরিশেষে এই কথা বলা যায় যে, এই প্রশ্নাবলী রচনায় লুথারের প্রকৃত উদ্দেশ্য ছিল- রোমান ক্যাথলিক যাজকদের সঙ্গে ধর্মের প্রকৃত স্বরূপ সম্পর্কে বিতর্কে অবতীর্ণ হওয়া|


তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
  3. Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                       .......................................

      নবীনতর পূর্বতন
      👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
      
          
        
        👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
      
          👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
        
        
          👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
      
      
          👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
      
      
      
      
          
        
      
        
      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


       


       




      
      

      👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

      
      
      

      👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

      👉ক্লিক করুন 🌐