ষোড়শ শতাব্দীর ইউরোপের ইতিহাসে সর্বাধিক উল্লেখযোগ্য ও অন্যতম ঘটনা হলো অভূতপূর্ব মুদ্রাস্ফীতি| এই সময়কালের মধ্যে পণ্যদ্রব্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়| শতাব্দীর শুরুতে যেখানে পণ্য দ্রব্যের দাম ছিল দ্বিগুণ, সেখানে শতাব্দীর শেষে পণ্য দ্রব্যের পাঁচগুণ বৃদ্ধি পায়|
স্বাভাবিক ভাবেই এই পণ্যমূল্য বৃদ্ধিকে জাতীয় বিপর্যয় বলে ধরে নেওয়া হয়| পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরিব তথা সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রার মান নিম্নে থেকে নিম্নতর হয়ে পড়েছিল এবং এর সঙ্গে জড়িয়ে গিয়েছিল গরিব মানুষদের অসহায়তা, অত্যাচার, গ্লানি প্রভৃতি নানা রকম অসামাজিক কার্যকলাপ|
আবার এই মুদ্রাস্ফীতি কিছু কিছু সুযোগ সন্ধানী মানুষকে উচ্চতম পর্যায় ঠেলে দিয়েছিল| তারা এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যক্তিগত মুনাফার পাহাড় তৈরি করেছিল|
সুতরাং আমরা পরিশেষে বলতে পারি যে, এই মুদ্রাস্ফীতি হলো মূল্য বিপ্লব বা পণ্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- C. Warren Hollister, "Medieval Europe: A Short History".
- Simon Jenkins, "A Short History of Europe".
সম্পর্কিত বিষয়
- মূল্য বিপ্লব বলতে কি বুঝ (আরো পড়ুন)
- অলিভার ক্রমওয়েল বা ওলিভের ক্রুমউল (আরো পড়ুন)
- রেস্টোরেশন বা স্টুয়ার্ট রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা, 1660 (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................