মেইজি বা মেজি যুগে আধুনিক শিল্প গড়ে তোলার পূর্ব শর্ত হিসাবে দেশের মুদ্রা ব্যবস্থার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয়|
পুরাতন ও জটিল মুদ্রা ব্যবস্থা বাতিল করে জাপানি নেতারা মুদ্রা ব্যবস্থার দশমিক পদ্ধতি ও স্থিতিশীল মুদ্রা প্রবর্তন করেন| এই উদ্দেশ্যে মার্কিন মুদ্রা ব্যবস্থার সম্পর্কে জ্ঞান লাভের জন্য একটি কমিশনকে আমেরিকায় পাঠাতে হয়|
ইতিপূর্বে কাগজের নোট নতুন মুদ্রা ব্যবস্থার সঙ্গে সংহতি রেখে বিদেশী মুদ্রার অনুপ্রবেশ কিছুটা রোধ করার উদ্দেশ্যে ব্যাংকিং ব্যবস্থার কিছু সংস্কার করা হয়|
জাপানের সেন্ট্রাল ব্যাঙ্কে মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব দেওয়া হয়| এই সকল পদক্ষেপ মেইজি যুগে সমন্বয় অর্থনীতি গড়ে তুলতে সহায়ক হয়|
.......................................
তথ্যসূত্র
- ড. হরপ্রসাদ চট্টোপাধ্যায়, "জাপানের ইতিহাস"
- R. H. P. Mason, "A History of Japan".
- Kenneth Henshall, "A History of Japan: From Stone Age to Superpower".
সম্পর্কিত বিষয়
- মেইজি যুগে জাপানে প্রবর্তিত নতুন ভূমি ব্যবস্থা (আরো পড়ুন)
- জাপানে সামন্তবাদের বিশেষ বৈশিষ্ট্য কী ছিল (আরো পড়ুন)
- মেইজি পুনর্গঠন এর প্রকৃতি কিরূপ ছিল (আরো পড়ুন)
- জাপানের ইতিহাসে ডাইমিয়ো এবং সামুরাই বলতে কি বুঝায় (আরও পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|