রেনেসাঁ বা নবজাগরণের কালে নতুন করে জীবনের যে জয়গান গাওয়া শুরু হয়েছিল, তার মধ্যে নিহিত আছে আধুনিকতার উৎস| আধুনিক যুগের প্রারম্ভের চতুর্দশ শতকের ইতালিতে এবং পরে ষোড়শ শতকে পশ্চিম ইউরোপে সামাজিক ও সাংস্কৃতিক জীবনে যে ব্যাপক রূপান্তর শুরু হয়েছিল পৃথিবীর ইতিহাসে তা হল আধুনিকতার প্রথম পদক্ষেপ| এই তিন দশক ধরে ইউরোপে মানব জীবন ও মানবিক সত্ত্বা সম্পর্কে এক নতুন চেতনার প্রসার ঘটেছিল|
মানুষকে এক অসহায় জীব হিসাবে না দেখে তাকে সৃজনশীল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে প্রয়াস আমরা চিন্তার ক্ষেত্রে দেখতে পাই, তাকেই সাধারণ অর্থে "মানবতাবাদ" বলা হয়ে থাকে| এই নতুন চেতনা সমাজ, শিক্ষা এবং রাষ্ট্র দর্শনের যেমন প্রতিভাত হয়েছিল, তেমনি রেনেসাঁ যুগে সাহিত্য, শিল্প, ইতিহাস, সংগীত, আইন, বিজ্ঞানচর্চা ইত্যাদি ক্ষেত্রেও এই নতুন চেতনার স্বাক্ষর ছিল|
রেনেসাঁর কেন্দ্রভূমি ফ্লোরেন্স |
রেনেসাঁর এই মানবতাবাদী আন্দোলন হলো একটি সাংস্কৃতিক ও বৌদ্ধিক আন্দোলন| ইরাসমাস, লেফেভর, কোলেটমোর, ভিলিয়ন প্রমূখ ছিলেন ইউরোপের শ্রেষ্ঠ মানবতাবাদী| মানবতাবাদীদের মধ্যে সব বিষয়ই মিল ছিল না, কিন্তু তারা ভালো করে গ্রিক ও ল্যাটিন ধ্রুপদী সাহিত্যচর্চা করেন| সাহিত্য, ইতিহাসে, শিল্পকলা ও লেখায় তাঁরা পুরনো ইউরোপকে আহ্বান করে নতুন ইউরোপ করার বাসনায়|
এদের চিন্তাভাবনায় মানুষ হল- অনন্য, বিচিত্র তার অনুভূতি, সীমাহীন তার সম্ভাবনা| গ্রিক লেখক প্রোটোগোরাসকে অনুসরণ করে এরা ঘোষণা করেন যে, মানুষ হল সবকিছুর মাপকাঠি, এই মাপকাঠি দিয়ে তারা বিচার করেন| মানুষের অতীত ও বর্তমান, ঈশ্বর ও পরলোক নিয়ে এরা মাথা ঘামাতে চাইনি|
মানবতাবাদী আন্দোলনের জন্মভূমি হলো ইতালি| কালক্রমে অবশ্য তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল| ঐতিহাসিকরা মানবতাবাদী আন্দোলনের মধ্যে দুটি স্তর লক্ষ্য করেছেন- একটি হলো খ্রিস্টান মানবতাবাদ, অন্যটি হলো ধর্মনিরপেক্ষ নাগরিক মানবতাবাদ| নতুন মানবতাবাদী শিক্ষাকে খ্রিস্টান ধর্মতত্ত্বের সঙ্গে মিলিয়ে খ্রিস্টান মানবতাবাদ গঠনের চেষ্টা হয়েছিল| খ্রিস্টান মানবতাবাদ বিশ্বাস ও বুদ্ধির মধ্যে সামঞ্জস্য ঘটাতে চেয়েছিল| উত্তর ইউরোপের অনেক মানবতাবাদী এই ধারা অনুসরণ করে| এদের মধ্যে ছিলেন হল্যান্ডের ইরাসমাস, ফ্রান্সের রেবেলিয়াস, ইংল্যান্ডের কোলেট|
এই আন্দোলনের দ্বিতীয় স্তর অর্থাৎ নাগরিক মানবতাবাদ ইতালির নাগরিক জীবনের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে উদ্ভূত| নিও প্লেটোবাদ দ্বারা প্রভাবিত ইতালির মানবতাবাদীরা মানব জীবন ও জগৎ সম্পর্কে বাস্তববাদী অবস্থান নিয়ে ছিলেন| এই ধর্মনিরপেক্ষতাবাদের দুটি উল্লেখযোগ্য অবদান হলো, নতুন ইতিহাস ও নতুন রাষ্ট্র তত্ত্ব| ম্যাকিয়াভেলি তাঁর "দ্য প্রিন্স" ও "ডিসকোর্সেস অন লিভাই" গ্রন্থে নতুন বাস্তববাদী রাজনীতির কথা বলেন| রাজনীতিতে নীতিকথা ও ধর্মের প্রভাব তিনি অস্বীকার করেন|
নবজাগরণের চিত্রকর এবং শিল্পীদের সৃজনশীল কর্মে ও মানবতাবাদী চেতনা মূর্ত হয়েছিলেন| সমকালীন চিত্রকর ও ঐতিহাসিক ভাসারি-এর আলোচনায় আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল চতুর্দশ এবং পঞ্চদশ শতকের শিল্পকলার ক্ষেত্রে মধ্যযুগীয় আঙ্গিক থেকে বেরিয়ে এসে এক মানবিক রূপান্তর| এই ধারা পূর্ণতা পেয়েছিল মাইকেলেঞ্জেলো সৃষ্টিতে| 16 শতকে ফরাসি মানবতাবাদীরা নবজাগরণের যে সংজ্ঞা দিয়েছিলেন, তা আরো ব্যাপকভাবে শিল্পকলার গণ্ডি পেরিয়ে দর্শন ও নীতিশাস্ত্রে চর্চার ক্ষেত্রে এক নতুন ধারা সৃষ্টি করে|
নতুন করে মানবতা পণ্ডিতরা আবিষ্কার করেছিলেন, মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি| 16 শতকে যে প্রতিবাদী ধর্ম খ্রিস্ট ধর্মের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল এবং ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, আর সেই ধর্মসংস্কার আন্দোলন ছিল মানবতাবাদী চেতনার এক বিশিষ্ট রূপ|
এই আন্দোলনের দ্বিতীয় স্তর অর্থাৎ নাগরিক মানবতাবাদ ইতালির নাগরিক জীবনের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে উদ্ভূত| নিও প্লেটোবাদ দ্বারা প্রভাবিত ইতালির মানবতাবাদীরা মানব জীবন ও জগৎ সম্পর্কে বাস্তববাদী অবস্থান নিয়ে ছিলেন| এই ধর্মনিরপেক্ষতাবাদের দুটি উল্লেখযোগ্য অবদান হলো, নতুন ইতিহাস ও নতুন রাষ্ট্র তত্ত্ব| ম্যাকিয়াভেলি তাঁর "দ্য প্রিন্স" ও "ডিসকোর্সেস অন লিভাই" গ্রন্থে নতুন বাস্তববাদী রাজনীতির কথা বলেন| রাজনীতিতে নীতিকথা ও ধর্মের প্রভাব তিনি অস্বীকার করেন|
নবজাগরণের চিত্রকর এবং শিল্পীদের সৃজনশীল কর্মে ও মানবতাবাদী চেতনা মূর্ত হয়েছিলেন| সমকালীন চিত্রকর ও ঐতিহাসিক ভাসারি-এর আলোচনায় আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল চতুর্দশ এবং পঞ্চদশ শতকের শিল্পকলার ক্ষেত্রে মধ্যযুগীয় আঙ্গিক থেকে বেরিয়ে এসে এক মানবিক রূপান্তর| এই ধারা পূর্ণতা পেয়েছিল মাইকেলেঞ্জেলো সৃষ্টিতে| 16 শতকে ফরাসি মানবতাবাদীরা নবজাগরণের যে সংজ্ঞা দিয়েছিলেন, তা আরো ব্যাপকভাবে শিল্পকলার গণ্ডি পেরিয়ে দর্শন ও নীতিশাস্ত্রে চর্চার ক্ষেত্রে এক নতুন ধারা সৃষ্টি করে|
নতুন করে মানবতা পণ্ডিতরা আবিষ্কার করেছিলেন, মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি| 16 শতকে যে প্রতিবাদী ধর্ম খ্রিস্ট ধর্মের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল এবং ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, আর সেই ধর্মসংস্কার আন্দোলন ছিল মানবতাবাদী চেতনার এক বিশিষ্ট রূপ|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- সাহিত্য ও শিল্পের উপর রেনেসাঁ এর প্রভাব (আরো পড়ুন)
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
- ইতালীয় রেনেসাঁর চিত্রকলা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................