মুঘল যুগে রাষ্ট্রীয় প্রয়োজনে অনেকগুলি শহরের আত্মপ্রকাশ ঘটেছিল| এইগুলি মুলত বাণিজ্য কেন্দ্র হিসেবে উৎকর্ষ লাভ করেছিল| এই শহরগুলি গঙ্গা, যমুনা, সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল|
বর্তমানে ভারতের মানচিত্র |
এই সময় কয়েকটি উল্লেখযোগ্য শহরগুলি হল- দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি, ঢাকা প্রভৃতি| জনৈক ঐতিহাসিক লিখেছেন যে, ষোড়শ শতকের শেষে লাহোর ছিল এশিয়া বা ইউরোপের মধ্যে সেরা শহর এবং সপ্তদশ শতকের শেষের দিকে আগ্রা ছিল অন্যতম শহর|
এছাড়াও আমরা প্রধান বাণিজ্যকেন্দ্র হিসাবে যেসব জায়গাগুলি নাম জানি, সেগুলি হল- অরঙ্গবাদ, কুমিল্লা, বেনারস, পাটনা ও চট্টগ্রাম প্রভৃতি|
সম্পর্কিত বিষয়
- ভারতবর্ষে মুঘল বা মোগল সাম্রাজ্যের প্রকৃতি ও কার্যাবলীর সংক্ষিপ্ত আলোচনা (আরো পড়ুন)
- মুঘল আমলে বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা (আরো পড়ুন)
- আওরঙ্গজেব বা ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি (আরো পড়ুন)
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................