সম্রাট আওরঙ্গজেব ব্যক্তিগত জীবনে একজন নিষ্ঠাবান সুন্নি মুসলমান ছিলেন এবং শরীয়তের বিধান অনুসারে নিজে অতি সংযমী ও অনাড়াম্বর জীবন-যাপন করতেন|
তার অনাড়াম্বর জীবনযাত্রা ও ধর্মের প্রতি নিষ্ঠা দেখে সমকালীন সুন্নি মুসলমানরা তাকে zinda pir বা জীবন্ত সাধু বলে মনে করতেন|
তার অনাড়াম্বর জীবনযাত্রা ও ধর্মের প্রতি নিষ্ঠা দেখে সমকালীন সুন্নি মুসলমানরা তাকে zinda pir বা জীবন্ত সাধু বলে মনে করতেন|
আওরঙ্গজেবের জীবনযাত্রা এতটাই সাধারণ ছিল যে, তিনি কোন দিন নিজ স্বার্থের জন্য রাজকোষ থেকে কোন টাকা-পয়সা নিতেন না|
কোরআন নকল বা টুপি সেলাই করে তিনি যে অর্থ উপার্জন করতেন, তিনি সেই অর্থ ব্যয় করতেন| জুয়া খেলা এবং মদ্যপানকে তিনি ঘৃণার চোখে দেখতেন| তার জীবনের লক্ষ্য ছিল দেশকে দার-উল-হারব (বিধর্মী রাষ্ট্রে) থেকে দার-উল-ইসলামে(ইসলামী রাষ্ট্র) পরিণত করা|
তাছাড়া তিনি এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখতেন, যার মূল ভিত্তি হবে মহম্মদ ও কোরআন|
এই সমস্ত কারণের জন্য তিনি zinda pir বা জীবন্ত সাধু বা Living saint নামে পরিচিত ছিলেন|
কোরআন নকল বা টুপি সেলাই করে তিনি যে অর্থ উপার্জন করতেন, তিনি সেই অর্থ ব্যয় করতেন| জুয়া খেলা এবং মদ্যপানকে তিনি ঘৃণার চোখে দেখতেন| তার জীবনের লক্ষ্য ছিল দেশকে দার-উল-হারব (বিধর্মী রাষ্ট্রে) থেকে দার-উল-ইসলামে(ইসলামী রাষ্ট্র) পরিণত করা|
তাছাড়া তিনি এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখতেন, যার মূল ভিত্তি হবে মহম্মদ ও কোরআন|
এই সমস্ত কারণের জন্য তিনি zinda pir বা জীবন্ত সাধু বা Living saint নামে পরিচিত ছিলেন|
তথ্যসূত্র
- সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "অষ্টাদশ শতকের মুঘল সংকট ও আধুনিক ইতিহাস চিন্তা"
- অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"
সম্পর্কিত বিষয়
- ভারতবর্ষে মুঘল বা মোগল সাম্রাজ্যের প্রকৃতি ও কার্যাবলীর সংক্ষিপ্ত আলোচনা (আরো পড়ুন)
- মুঘল আমলে বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা (আরো পড়ুন)
- আওরঙ্গজেব বা ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি (আরো পড়ুন)
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................