মুঘল আমলে কৃষি সংকট

জায়গিরদারি সংকট থেকে শুরু হয় কৃষক উৎপীড়ন| প্রাপ্ত জায়গিরের স্থায়িত্ব সম্পর্কে অনিশ্চয়তা জায়গিরদারদের যত তাড়াতাড়ি সম্ভব বেশি সম্পদ আহরণে ব্যস্ত করে তুলে|

মুঘল-আমলে-কৃষি-সংকট
কৃষক


অধিকাংশ ক্ষেত্রে জায়গির নিজে রাজস্ব আদায়ের কাজ না করে, তা ইজারাদার নামক এক শ্রেণীর হাতে তুলে দেয়|

ইজারাদার অধিকাংশ ক্ষেত্রে উচ্চহারে নিলামের জমির ইজারা নিতেন| তাদের কার্যাবলী ক্ষণস্থায়ী হওয়ার ফলে কৃষকের উপর অত্যাচার চালিয়ে কম সময়ে বেশি রাজস্ব আদায় করতেন| 

জাহাঙ্গীরের আমলে ইজারাদার মারফত রাজস্ব আদায় শুরু হয় এবং পরবর্তীকালে এটি ব্যাপক আকার ধারণ করলে কৃষক নির্যাতন শুরু হয়, যার পরিণতি ছিল কৃষক অসন্তোষ| 

এইভাবে মুঘল আমলে কৃষি সংকট সৃষ্টি হয়, যা মুঘল সাম্রাজ্যের পতনকে অনিবার্য করে তোলে|

পরিশেষে ঐতিহাসিক গৌতম ভদ্র তার "মুঘল আমলে কৃষি ও কৃষক বিদ্রোহ" গ্রন্থে দেখিয়েছেন,  এই কৃষি সংকটই ছিল মুঘল যুগে ঘন ঘন কৃষক বিদ্রোহ সংঘটিত হওয়ার মূল কারণ|



তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "অষ্টাদশ শতকের মুঘল সংকট ও আধুনিক ইতিহাস চিন্তা"
  3. অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                  ......................................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐