বাবরের নিজের লেখা "তুজুক-ই-বাবরি" বা "বাবরের স্মৃতি কথা" তুর্কি ভাষায় লেখা মুঘল রাজত্বের প্রথম মৌলিক ইতিহাস| আবার এটি "বাবরনামা" হিসেবেও পরিচিত|
এই স্মৃতি কথায় বাবরের জীবনে 1508-1519 খ্রিস্টাব্দ, 1520-1525 খ্রিস্টাব্দ, 1529-1530 খ্রিস্টাব্দের ঘটনাগুলি লিপিবদ্ধ আছে|
1905 খ্রিস্টাব্দের থেকে গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ হয়| বাবরনামা কোন দুর্ধর্ষ যোদ্ধার সাদামাটা কাহিনী নয়| এই যেন দক্ষ শিল্পীর এক অপূর্ব বর্ণনা|
রাজনৈতিক ও সামরিক ঘটনাগুলি তেমন কোন উল্লেখ না করে বরং তদানীন্তন বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে এদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং আর্থ সামাজিক ব্যবস্থার সঙ্গে বাবার পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ রেখে যান|
তবুও বলা যায় বাবরের স্মৃতি কথা সমালোচনার উর্ধে নয়| বাবর এই দেশটিকে কোনদিন আপন বলে ভালবাসতে পারেনি, তাই এই দেশের তেমন কিছুই তার মনে দাগ কাটতে পারেনি|
জওহরলাল নেহেরু লিখেছেন, "বাবর ভারতবর্ষের বিশেষ কিছুই দেখিনি, তিনি তখন শত্রুভাবাপন্ন লোক দ্বারা বিশিষ্ট ছিলেন বলে অন্য কিছুই তার দৃষ্টিতে পরেনি"|
তবুও আমাদের স্বীকার করতে হয় যে, সাম্রাজ্য গঠন পর্বে শত ব্যস্ততার মধ্যেও বাবর এদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষজন, সমাজ ও রাজনীতির সম্পর্কে ইতিহাস পাঠকদের জন্য যে বিবরণ রেখে যান, তার ঐতিহাসিক মূল্য অপরিসীম|
এই স্মৃতি কথায় বাবরের জীবনে 1508-1519 খ্রিস্টাব্দ, 1520-1525 খ্রিস্টাব্দ, 1529-1530 খ্রিস্টাব্দের ঘটনাগুলি লিপিবদ্ধ আছে|
মুঘল সাম্রাজ্যের মানচিত্র
Author- Santosh.mbahrm
Date- 26 September 2015
|
1905 খ্রিস্টাব্দের থেকে গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ হয়| বাবরনামা কোন দুর্ধর্ষ যোদ্ধার সাদামাটা কাহিনী নয়| এই যেন দক্ষ শিল্পীর এক অপূর্ব বর্ণনা|
রাজনৈতিক ও সামরিক ঘটনাগুলি তেমন কোন উল্লেখ না করে বরং তদানীন্তন বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে এদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং আর্থ সামাজিক ব্যবস্থার সঙ্গে বাবার পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ রেখে যান|
তবুও বলা যায় বাবরের স্মৃতি কথা সমালোচনার উর্ধে নয়| বাবর এই দেশটিকে কোনদিন আপন বলে ভালবাসতে পারেনি, তাই এই দেশের তেমন কিছুই তার মনে দাগ কাটতে পারেনি|
জওহরলাল নেহেরু |
জওহরলাল নেহেরু লিখেছেন, "বাবর ভারতবর্ষের বিশেষ কিছুই দেখিনি, তিনি তখন শত্রুভাবাপন্ন লোক দ্বারা বিশিষ্ট ছিলেন বলে অন্য কিছুই তার দৃষ্টিতে পরেনি"|
তবুও আমাদের স্বীকার করতে হয় যে, সাম্রাজ্য গঠন পর্বে শত ব্যস্ততার মধ্যেও বাবর এদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষজন, সমাজ ও রাজনীতির সম্পর্কে ইতিহাস পাঠকদের জন্য যে বিবরণ রেখে যান, তার ঐতিহাসিক মূল্য অপরিসীম|
তথ্যসূত্র
- সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "অষ্টাদশ শতকের মুঘল সংকট ও আধুনিক ইতিহাস চিন্তা"
- অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"
সম্পর্কিত বিষয়
- ভারতবর্ষে মুঘল বা মোগল সাম্রাজ্যের প্রকৃতি ও কার্যাবলীর সংক্ষিপ্ত আলোচনা (আরো পড়ুন)
- মুঘল আমলে বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা (আরো পড়ুন)
- আওরঙ্গজেব বা ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি (আরো পড়ুন)
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................