অধ্যাপক রোমিলা থাপার এর মতে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মধ্যযুগের ভক্তি আন্দোলনের সবচেয়ে বেশি প্রভাব এসেছিল কবির ও নানকের কাছ থেকে|
এদের দৃষ্টিভঙ্গি ছিল সমন্বয়বাদী ও মতবাদ ছিল সহজসাধ্য এবং বাস্তব জীবনের সাথে যুক্ত| তারা জাতিভেদ প্রথাকে অগ্রাহ্য করে সামাজিক সাম্যের ভিত্তিতে সমাজকে পুনর্গঠিত করার আহ্বান জানিয়েছিল|
তবে তারা কোন নতুন ধর্ম মত প্রতিষ্ঠা করেনি বা করার কোন উদ্যোগ নেয়নি|
শেষ পর্যন্ত কবিরের অনুগামীরা কবির পন্থী এবং নানকের অনুগামীরা শিখ সম্প্রদায় বা দাদু পন্থী নামে পরিচিত|
সম্পর্কিত বিষয়
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................