মুঘল যুগের জলসেচ ব্যবস্থা

মুঘল যুগের জলসেচ ব্যবস্থা এক বিশেষ কর্তৃত্বের দাবি রাখে| এই যুগে প্রায় প্রত্যেক সম্রাটগণই জলসেচ ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিল বলেই দেশের কৃষিজ ব্যবস্থা ও সাধারণ মানুষ উন্নতির চরম শিখরে আহরণ করেছিল| 

তবে কৃত্রিম উপায়ে জলসেচ দ্বারা কৃষি উৎপাদনের পদ্ধতি ভারতের প্রাচীন কাল থেকে প্রচলিত ছিল, কিন্তু পরবর্তীকালে মুঘল শাসকদের আনুগত্যের ফলস্বরূপ কৃত্রিম সেচ ব্যবস্থার আরো সম্প্রসারণ ঘটেছিল|

মুঘল-যুগের-জলসেচ-ব্যবস্থা
কূপ


বৃষ্টি, নদী ও বন্যার জল ছাড়া সেচের প্রধান মাধ্যম ছিল কূপ খনন করে জল সংরক্ষণ ও বিতরণ| দিল্লি, আগ্রা ও দাক্ষিণাত্যে কৃষিতে সেচ দানের জন্য বহু কূপ খনন করা হয়েছিল বলে, বার্নিয়ের প্রমুখ ঐতিহাসিকরা উল্লেখ করেছেন| 

কূপ থেকে জল উত্তোলনের জন্য নানা পদ্ধতি প্রচলন ছিল যেমন-
  1. বহুল প্রচলিত পদ্ধতিকে বলা হতো "ঢেঁকলী"| এই পদ্ধতিতে জমির নিকটবর্তী জলাশয় থেকে সেচ দিয়ে জল জমিতে পাঠানো হতো| 
  2. দ্বিতীয় পদ্ধতি হলো "চসার"| এই ব্যবস্থায় কুলির সাহায্যে জল তোলা হতো|
  3. তৃতীয় পদ্ধতি হলো "সাঁকিয়া"| এই পদ্ধতিতে বড় চাকা বলদের সাহায্যে ঘুরিয়ে একসাথে অনেক জল তোলা হতো| 
মুঘল-যুগের-জলসেচ-ব্যবস্থা
বাঁধ


পুকুর কেটে বা উঁচু বাঁধ দিয়ে জলাধার তৈরি করে, সেই জল জমিতে সেচ দেওয়ার পদ্ধতি ভারতে বেশ জনপ্রিয় ছিল| সৃজন রায় প্রমুখ ঐতিহাসিকরা লাহোর ও ঝিলাম নদীর পূর্ব তীরে উন্নত সেচ ব্যবস্থার প্রশংসা করেছেন|



সপ্তদশ শতকের সরকারি অর্থ সাহায্যে উদয় সাগর ও রাজ সাগর নামে আরও দুটি হ্রদ তৈরি করা হয়েছিল| শাহজাহানের আমলে খানদেশ ও বেবারের  কৃষকদের 40 থেকে 50 হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হয়েছিল| কৃষকদের চাষের জন্য জলাশয় খনন করে দেওয়াকে তখনকার আমলে পুণ্যকর্ম বলে মনে করা হতো|


মুঘল-যুগের-জলসেচ-ব্যবস্থা
কৃষক


জমিতে সেচ দেওয়ার কাজে নদী থেকে খাল কেটে জল সরবরাহের ব্যবস্থা ছিল| সেচের জন্য নদীর জলকে বেশি প্রাধান্য দেওয়া হতো, তবে আজকের মতো উন্নত ধরনের জলসেচ ব্যবস্থা তখন কিন্তু ছিল না|

শাহজাহানের আমলে ও পরবর্তীকালে কয়েকটি বড় ও দীর্ঘ সেচ খাল খননের উল্লেখ পাওয়া যায়| গঙ্গা,যমুনা ও সিন্ধু নদীর জল সেচ দানের জন্য প্রায় ব্যবহার করা হতো| ফিরোজ তুঘলক যমুনা থেকে যে খালটি কেটে ছিলেন, সেটি সাকিদুল নামে পরিচিত| 

শাহজাহানের আমলে পাঞ্জাবের একাধিক সেচ খাল খনন করা হয়েছিল, যেমন- পাঠান কোট খাল, বাটলা খাল ও সিন্ধু উপত্যকা থেকে গাঙ্গেয় বদ্বীপ পর্যন্ত বিস্তারিত খালগুলির নাম পাওয়া যায়|

মুঘল যুগে ভারতে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন সার ব্যবহার করা হতো| সার হিসাবে প্রধানত গোবর সার ও পশুর বিষ্ঠা ব্যবহার করা হতো| আবার গুজরাট উপকূলে সামুদ্রিক মাছকে সার হিসেবে ব্যবহার করা হতো|

কোন কোন জমিতে একবার চাষ করে এক বা দুই বছরের জন্য অনাবাদি রাখা ছিল প্রচলিত নিয়ম| আবার কখনো এই জমিতে খাদ্যশস্য ও অর্থকরী ফসল চক্রাকারে চাষ করে জমির উৎপাদন শক্তির ধরে রাখার ব্যবস্থা করা হতো|



তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "অষ্টাদশ শতকের মুঘল সংকট ও আধুনিক ইতিহাস চিন্তা"
  3. অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|

                  ......................................................


    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐