টোডরমল এর জাবতি ব্যবস্থা

1582 খ্রিস্টাব্দে আকবর রাজা টোডরমলকে নতুন রাজস্ব দেওয়ান নিযুক্ত করেন| তার তত্ত্বাবধানে সমস্ত রাজস্ব ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হয়|

টোডরমল-এর-জাবতি-ব্যবস্থা

                    মুঘল সাম্রাজ্যের মানচিত্র

                Author- Santosh.mbahrm
               Date- 26 September 2015
             Source- wikipedia (check here)
 License- GNU Free Documentation License

                   


তিনি পুরাতন পদ্ধতিগুলি আমূল পরিবর্তন করেন এবং বিগত 10 বছরে রাজস্ব সংগ্রহের পরিসংখ্যানের ভিত্তিতে এক নতুন রাজস্ব ব্যবস্থা চালু করেন| 

তিনি বিগত 10 বছরের রাজস্ব সংগ্রহের পর গড় নির্ধারণ করেন এবং এক তৃতীয়াংশ রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন| টোডরমল রাজস্ব নির্ধারণের পূর্বে সঠিকভাবে জমি জরিপ করে রাজস্ব সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ এক নতুন পদ্ধতি চালু করেন| তার এই পদ্ধতি জাবতি ব্যবস্থা বা আইন-ই-দহশালা বা Zabti system নামে পরিচিত|

এই ব্যবস্থার অপর এক উল্লেখযোগ্য দিক হলো জমির প্রকারভেদ নির্ণয় করা, যথা-
  1. পোলাজ
  2. পারাউতি
  3. চাচর
  4. বানজার
আবার উর্বরতা ভিত্তি করে জমিগুলিকে তিন ভাগে ভাগ করা করা, যথা-
  1. উর্বর
  2. মাঝারি 
  3. অনুর্বর
এর উপর ভিত্তি করে 10 বছরের গড় উৎপাদনের এক-তৃতীয়াংশ রাজস্ব নির্ধারণ ছিল জাবতি ব্যবস্থার এক উল্লেখযোগ্য দিক|



তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "অষ্টাদশ শতকের মুঘল সংকট ও আধুনিক ইতিহাস চিন্তা"
  3. অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                  ......................................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐