মুঘল স্থাপত্য শিল্পে মুঘল শাসকরা যে অবদান রেখে গেছেন, তা অন্যান্য সাম্রাজ্যের বংশধররাও করতে পারেননি| হিন্দু-মুসলিম সংস্কৃতির সমন্বয় গড়ে ওঠা মুসলিম স্থাপত্য শিল্প আজও বিশ্ববাসীর কাছে উদ্বেগের সৃষ্টি করে|
অপরদিকে ফারগুসেন মন্তব্য করেছেন, মুঘল স্থাপত্যের শিল্পে গম্বুজ এর ব্যবহার ছিল, তা কিন্তু হিন্দু রীতির মধ্যে ধরা যায় না| অন্যদিকে এডওয়ার্ড ও গ্যালেট মনে করেন, মুঘল স্থাপত্য শিল্প ছিল বিদেশি এবং ভারতীয়দের সংমিশ্রণ|
কিন্তু এর বিরুদ্ধাচরণ করে ঐতিহাসিক হেভেল বলেছেন, ভারতবর্ষ চিরকাল নিজ সংস্কৃতির ধারক ও বাহক| তাই বলা যায় মুঘল স্থাপত্য শিল্পের অনুকরণ ভারতীয় বিভিন্ন শিল্পে অনুকরণের মধ্যে সীমাবদ্ধ ছিল|
পরিশেষে আমরা বলতে পারি যে, মুঘল স্থাপত্য শিল্প ছিল পারস্য, বাগদাদ এবং ভারতীয় শিল্পের সংমিশ্রণ|
তথ্যসূত্র
- সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "অষ্টাদশ শতকের মুঘল সংকট ও আধুনিক ইতিহাস চিন্তা"
- অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"
সম্পর্কিত বিষয়
- দীন-ই-ইলাহি (আরো পড়ুন)
- হুমায়ুননামা (আরো পড়ুন)
- আওরঙ্গজেবকে জীবন্ত সাধু বলা হতো কেন (আরো পড়ুন)
- আওরঙ্গজেব বা ঔরঙ্গজেবের ধর্মনীতি (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................