ব্রিটিশ আমলে রাজস্ব ও খাজনার অতিরিক্ত চাহিদার ফলে কৃষকদেরকে বাজারমুখী করে তুলে| রাজস্ব ও খাজনার চাহিদা মেটাতে হতো নগদ টাকা দিয়ে|
প্রথমে কৃষকের কাছে নগদ টাকার ঘাটতি ছিল, তাই পণ্যের বাণিজ্যের প্রয়োজন দেখা দিয়েছিল| তাছাড়া বীজ, কৃষি সরঞ্জাম, গবাদি পশু ইত্যাদির ক্রয় জন্য কৃষকদেরকে প্রায় ঋণ নিতে হতো|
কৃষক |
উপমহাদেশে বিভিন্ন স্থানে শস্য বাণিজ্যের সঙ্গে ঋণের ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠেছিল| কারণ অনেক ক্ষেত্রেই ঋণ আসতো পণ্যের মাধ্যমে|
সাহিদ আমিন দেখিয়েছেন, বাধ্যতামূলকভাবে নগদ টাকায় রাজস্ব বা খাজনা দেওয়ার জন্য কৃষকরা প্রায় ঋণের জালে জড়িয়ে পড়তো এবং খাজনা মেটানো ও ঋণ পরিশোধের তাগিদে কৃষকদেরকে জোরজবস্তিভাবে খাদ্যশস্যের পরিবর্তে অর্থকারী শস্যের দিকে নিয়ে যায়| এই প্রক্রিয়াটিকে অর্থনীতিবিদরা "Forced commercialization" বা "জোরজবস্তি মূলক বাণিজ্যিকীকরণ" বলেছেন|
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Sonali Bansal, "Modern Indian History".
সম্পর্কিত বিষয়
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................