1802 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে মারাঠাদের বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল| মূলত এই সন্ধি ছিল অধীনতামূলক মিত্রতা নীতির নামান্তর মাত্র| সিন্ধিয়া ও ভোঁসলে প্রথম দিকে এই সন্ধি মানতে রাজি ছিলেন না|
সিঙ্গিয়া ও ভোঁসলের যুগ্ম বাহিনী নিজামের রাজ্যে প্রবেশ করে এবং শুরু হয় দ্বিতীয় "ইঙ্গ-মারাঠা" যুদ্ধ| এই যুদ্ধে তাদের যুগ্ম বাহিনী ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজয় হয় এবং তারা বাধ্য হয়ে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে|
এই প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে প্রখ্যাত ঐতিহাসিক আর. কে দত্ত বলেছেন, "The treaty of Bassein form's and important land mark in the history of British supremacy in India".
.......................................
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
- গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|