1920 থেকে 1922 খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন চলাকালীন সময়ে বহু নেতা কারারুদ্ধ হন এবং 1922 খ্রিস্টাব্দে 5 ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে গোরখপুর জেলায় চৌরী-চৌরা নামক স্থানে প্রায় তিন হাজার কৃষক ও জনতার সহযাত্রার উপর পুলিশ গুলিবর্ষণ করেন|
উত্তেজিত জনতা তাদের আক্রমণ করলে পুলিশ বাহিনী থানায় আশ্রয় গ্রহণ করে এবং উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করলে তাতে 22 জন পুলিশের মৃত্যু হয়, এই ঘটনা "চৌরী-চৌরা ঘটনা" নামে পরিচিত|
গান্ধীজী |
এই ঘটনা শান্তি, অহিংস ও সত্যাগ্রহের পূজারী গান্ধীজী খুবই মর্মাহত হন এবং 12 ই ফেব্রুয়ারি কংগ্রেসের কার্যকরী কমিটির সভায় অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন|
.......................................
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ঊনবিংশ শতকে নারী সংক্রান্ত সমস্যা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|