অষ্টাদশ শতাব্দীর শেষভাগ এবং উনবিংশ শতাব্দীর সূচনার লগ্নে দুটি গুরুত্বপূর্ণ কৃষক সংগ্রাম হলো চুয়াড় ও পিন্ডারি দস্যুদের বিদ্রোহ|
বস্তুত যখন উপনিবেশিক শাসনের প্রসার প্রাপ্ত, তখন উপনিবেশিক শাসকদের অস্বীকার করে ও তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কৃষক ও উপজাতি সম্প্রদায় বেশকিছু বিদ্রোহের আগুন ভারতবর্ষের ছড়িয়ে দেয়| এই বিদ্রোহের দুই নিদর্শন হলো চুয়াড় ও পিন্ডারি বিদ্রোহ|
বস্তুত যখন উপনিবেশিক শাসনের প্রসার প্রাপ্ত, তখন উপনিবেশিক শাসকদের অস্বীকার করে ও তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কৃষক ও উপজাতি সম্প্রদায় বেশকিছু বিদ্রোহের আগুন ভারতবর্ষের ছড়িয়ে দেয়| এই বিদ্রোহের দুই নিদর্শন হলো চুয়াড় ও পিন্ডারি বিদ্রোহ|
চুয়াড় বিদ্রোহ
মেদিনীপুর জেলার অন্তর্গত ও উত্তর-পশ্চিম অন্তর্গত জঙ্গলমহল নামক বনাঞ্চলের অধিবাসীরা ছিল এই চুয়াড়রা| কৃষিকাজ, পশু শিকার ইত্যাদি পাশাপাশি এরা স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিক হিসেবে কাজ করত| তবে এই কাজের বিনিময় তারা নিষ্কর জমি ভোগ করত|
ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের উপর করের বোঝা বৃদ্ধি করলে ভূস্বামী শ্রেণীর প্রতিরোধ আন্দোলনে সৈনিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়| পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিদ্রোহীদের দমন করার জন্য তাদেরকে পাইক বৃত্তি থেকে বরখাস্ত করে এবং তাদের দখলি জমি বাজেয়াপ্ত করার ফলে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়|
এর পাশাপাশি কিছু জমিদারদের নিজ স্বার্থ জনিত পরিস্থিতির সৎ ব্যবহার করার উদ্যোগ ও চুয়াড় বিদ্রোহীদের প্রেক্ষিতে কাজ করে| এর ফলে ইংরেজ আইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এইসব জমিদাররা নিজেদের স্বার্থে চুয়াড় সৈনিকদের সহযোগিতা করে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেন|
চুয়াড় বিদ্রোহের আগুন প্রথম জ্বলে ছিল রায়পুরের জমিদার দুর্জন সিংহের নেতৃত্বে| ধীরে ধীরে এই বিদ্রোহ মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ছড়িয়ে পড়ে| কাশি বাজারে জমিদার, মেদনীপুরের রানী প্রমুখ বিদ্রোহীদের সমর্থন করে|
শেষ পর্যন্ত ইংরেজদের উন্নত অস্ত্র ও রণকৌশলের সামনে এই বিদ্রোহ দমন হয়| আধুনিক ঐতিহাসিক বি.বি. চৌধুরী অবশ্য মনে করেন যে, "চুয়াড়দের মনে এই ইংরেজ বিরোধিতা আরো বহুদিন স্থায়ী হয়েছিল| বাঁকুড়া ও মেদিনীপুরের কৃষক সম্প্রদায় আজও চুয়াড় বিদ্রোহের স্মৃতিচারণ করে গর্ববোধ করে"|
পিন্ডারি বিদ্রোহ
উনবিংশ শতাব্দীর প্রথমদিকে পিন্ডারি নামে এক দস্যু লুণ্ঠনকারী দল ইংরেজদের সামনে এক অবিচ্ছেদ্য সমস্যা রূপে প্রতিঘাত হয়েছিল| প্রাথমিকভাবে মেওয়ার, মালব, বেরার এবং কিছু দিনের পর নিজাম ও পেশোয়ার রাজ্য এরা হানা দিতে শুরু করে|
প্রথমদিকে পিন্ডারিরা মারাঠা বাহিনীর যোদ্ধা হিসাবে নিযুক্ত ছিল, কিন্তু মারাঠা শক্তি বিচ্ছিন্ন ও দুর্বল হয়ে পড়লে পিন্ডারীরা দলবদ্ধ হয়ে ভারতের বিভিন্ন অংশে লুন্ঠনরাজ শুরু করে| সামরিক বাহিনী থেকে কর্মচ্যুত সৈনিক, অবলম্বনহীন বেকার যুবক প্রভৃতি লোকেরা এই পিন্ডারী দলে যোগ দিতে শুরু করে|
ইংরেজ উচ্চপদস্থ কর্মচারী ম্যালকমের বর্ণনা থেকে জানা যায় যে, মুসলমান ভুক্ত পিন্ডারী নারীরা হিন্দু নারীদের মতো আচার-ব্যবহার মেনে চলত এবং এদের মধ্যে কোন ধর্মীয় ভেদাভেদ ছিল না|
তবে দেশের অন্যত্র লুন্ঠনরাজ ও হত্যা চালালেও কোম্পানির রাজ্যে প্রবেশ করার আগে পর্যন্ত ইংরেজরা পিন্ডারীদের অত্যাচার সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভব করেননি| প্রসঙ্গত উল্লেখ্য যে, এই পর্যায়ে পিন্ডারীরা 142টি গ্রামবাসীকে নির্বিচারে হত্যা করে|
এইরকম অবস্থায় কলকাতার কাউন্সিল ও ডাইরেক্টর সভার সদস্যরা পিন্ডারি দমনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং প্রায় এক বছরের প্রচেষ্টায় ইংরেজরা পিন্ডারিদের দমন করতে সমর্থ হয়| পিন্ডারি নেতা করিম খাঁ আত্মসমর্পণ করেন এবং আরেক নেতা আমির খাঁ ইংরেজদের সাথে সমঝোতা করে রাজপুতানার জায়গিরদার হিসেবে নিযুক্ত হয়| এইভাবে ইংরেজরা শেষ পর্যন্ত পিন্ডারী দস্যুদের দমন করেন|
অধ্যাপক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে, "পিন্ডারী দস্যুরা উনবিংশ শতকের প্রথমদিকে ইংরেজদের সামনে আইনশৃঙ্খলা এবং সমস্যার পাশাপাশি এক সামাজিক সমস্যার সৃষ্টি করেছিল"|
.......................................
ভিক্টোরিয়া মেমোরিয়াল |
এইরকম অবস্থায় কলকাতার কাউন্সিল ও ডাইরেক্টর সভার সদস্যরা পিন্ডারি দমনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং প্রায় এক বছরের প্রচেষ্টায় ইংরেজরা পিন্ডারিদের দমন করতে সমর্থ হয়| পিন্ডারি নেতা করিম খাঁ আত্মসমর্পণ করেন এবং আরেক নেতা আমির খাঁ ইংরেজদের সাথে সমঝোতা করে রাজপুতানার জায়গিরদার হিসেবে নিযুক্ত হয়| এইভাবে ইংরেজরা শেষ পর্যন্ত পিন্ডারী দস্যুদের দমন করেন|
অধ্যাপক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে, "পিন্ডারী দস্যুরা উনবিংশ শতকের প্রথমদিকে ইংরেজদের সামনে আইনশৃঙ্খলা এবং সমস্যার পাশাপাশি এক সামাজিক সমস্যার সৃষ্টি করেছিল"|
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Dennis Kincaid, "British Social Life In India, 1608–1937".
সম্পর্কিত বিষয়
- 1946 সালের নৌ বিদ্রোহ (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|