স্বত্ববিলোপ নীতি কাকে বলে

স্বত্ববিলোপ নীতির প্রথম প্রবক্তা ছিলেন লর্ড ডালহৌসি| সুযোগ বুঝি এই নীতি কার্যকর করে প্রতিক্রিয়াশীল ও সাম্রাজ্যবাদী শাসক লর্ড ডালহৌসি ভারতীয় দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত করেন|

স্বত্ববিলোপ-নীতি-কাকে-বলে
ব্রিটিশ পতাকা


এই নীতির মূল কথা ছিল, কোম্পানি দ্বারা সৃষ্টি কোন রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে অথবা অপুত্রক অবস্থায় মারা গেলে, সেই রাজ্যটি কম্পানি দখল করবে এবং কোন নতুন উত্তরাধিকারী গ্রহণ করা যাবে না| 

ইংরেজ আশ্রিত রাজ্যগুলির সম্পর্কে বলা হয় যে, তারা কোম্পানির অনুমতি সাপেক্ষে দত্তক পুত্র গ্রহণ করতে পারবে, তবুও অনুমতি না পাওয়া পর্যন্ত রাজ্যটি কোম্পানির দায়িত্বে থাকবে|

এই নীতির প্রয়োগের দ্বারা ডালহৌসি সাঁতরা(1848), জয়পুর ও সম্বলপুর(1850), উদয়পুর(1852), ঝাঁসি ও নাগপুর(1854) প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন|



তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".

সম্পর্কিত বিষয়

  1. ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
  2. গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
  3. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  4. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐