ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের তাৎপর্য

বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে 1765 খ্রিস্টাব্দে 12 ই আগস্ট "এলাহাবাদের সন্ধি" মাধ্যমে তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 26 লক্ষ টাকা কর দানের বিনিময় বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার প্রদান করেন| কোম্পানির এই অধিকার প্রাপ্তকেই শাহ আলম ফরমান বা দেওয়ানি বলা হয়|

ইস্ট-ইন্ডিয়া-কোম্পানির-দেওয়ানি-লাভের-তাৎপর্য
ব্রিটিশ পতাকা
ইস্ট-ইন্ডিয়া-কোম্পানির-দেওয়ানি-লাভের-তাৎপর্য
ব্রিটিশ সৈনিক


মুঘল বাদশা দ্বিতীয় শাহ আলম কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান বা দেওয়ানি প্রদান চিরাচরিত মুঘল ব্যবস্থার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ ছিল, তা নিয়ে বিতর্ক আছে| 

আপাত দৃষ্টিতে এই ব্যবস্থা মুঘল শাসন ব্যবস্থায় দেওয়ানি ও নিজামতের দায়িত্ব থাকতো পৃথক ব্যক্তির হাতে| 


কিন্তু অন্যদিকে দেখলে এই ফরমান বা দেওয়ানি ব্যবস্থাকে মুঘল শাসন ব্যবস্থা থেকে বিচ্যুতি বলে মনে হয়| কারণ দেওয়ানি লাভের পূর্বে কোম্পানি বাংলার নবাব নজমউদদৌলাকে সরিয়ে দিয়ে কোম্পানির মনোনীত রেজা খাঁকে হস্তান্তর করতে বাধ্য করেছিলেন|

এরফলে দেওয়ান ও নিজামত লাভের ফলে উভয় ক্ষমতা কোম্পানির হাতে কেন্দ্রীভূত হয়| কিন্তু মুঘল শাসন ব্যবস্থা অনুযায়ী দেওয়ানি কখনোই সরকার প্রতিরক্ষার দায়িত্ব পালন করতেন না| তাছাড়া দেওয়ানির দায়িত্ব কোন ব্যক্তি বিশেষে প্রদান না করে একটি বিদেশি কোম্পানির হাতে অর্পণ করেছিলেন|


তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".

সম্পর্কিত বিষয়

  1. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)
  2. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  3. ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
  4. গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐