হিন্দু-পাদ-পাদশাহী বলতে কি বুঝায়

সাধারণভাবে সারা ভারতে এক অখণ্ড হিন্দু সাম্রাজ্য স্থাপন করায় ছিল হিন্দু-পাদ-পাদশাহীর লক্ষ| পেশোয়া পদে অভিষিক্ত হওয়ার পর প্রথম বাজিরাও ছত্রপতি শাহুকে বুঝিয়েছিলেন যে, মুঘল সাম্রাজ্যের পতন অনিবার্য|

সুতরাং এই সুযোগকে কাজে লাগাতেই হবে, তখনই প্রথম বাজিরাও হিন্দু-পাদ-পাদশাহী বা হিন্দু সাম্রাজ্য গঠনের কথা ঘোষণা করেছিলেন|

হিন্দু-পাদ-পাদশাহী-বলতে-কি-বুঝায়
শিবাজীর মূর্তি


তবে এই আদর্শের প্রথম যিনি স্বপ্ন দেখেছিলেন, তিনি হলেন মারাঠা বীর শিবাজী| স্বাধীন হিন্দু সাম্রাজ্য গঠনের জন্য রাজপুত, বুন্দেলা প্রভৃতি হিন্দু শক্তিগুলি প্রথম বাজিরাও এর পক্ষ গ্রহণ করেন|

পেশোয়ার হিন্দু সাম্রাজ্য গঠনের স্লোগান দিলেও মুঘল সাম্রাজ্য দখল করার কোনো চেষ্টা করেননি| উপরন্তু তারা মুঘল সাম্রাজ্যের আনুগত্য মেনে নিয়েছিল|

হিন্দু-পাদ-পাদশাহী আদর্শের ফাঁকা দিকটি তখনই বোঝা যায়, যখন মারাঠা সর্দাররা মুঘল সম্রাটের সিলমোহর দেখিয়ে যৌথ ও স্বদেশমুখী কর আদায় করতেন|

পরিশেষে একথা বলা যায়, হিন্দু-পাদ-পাদশাহীর সামাজিক দিকটি আসলে ছিল সামন্ততান্ত্রিক শাসন|



তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"
  2. Ranjit Desai, "Shivaji: The Great Maratha"

    সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                  ......................................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐