Indulgence কথাটির আক্ষরিক অর্থ ছিল মার্জনা পত্র বা ক্ষমা পত্র| মূলত যাজক শ্রেণীর মানুষেরা পাপ থেকে মুক্তি লাভের জন্য তারা এটিকে ব্যবহার করতেন| পোপের আয়ের প্রধান উৎসই ছিল এই মার্জনা পত্র|
1517 খ্রিস্টাব্দে পোপ ও দশম লিও'র প্রতিনিধিরা জার্মানিতে মার্জনা পত্র বিক্রি করে এবং সেন্ট পিটার গির্জার সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে থাকে| কিন্তু ইউরোপের সর্বত্রই যাজক শ্রেণীর এই আর্থিক শোষণ চার্চের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল|
উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন লুথার(আরো পড়ুন) বাইবেল ব্যাখ্যা করে দেখিয়েছিলেন যে, মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক কর্ম দ্বারা নির্ধারিত|
মানুষ যদি পাপ করে এবং স্বীকার করে নেই, তারপরেও ঈশ্বর তার বিচার করে থাকেন, সুতরাং এই পত্র বিক্রি সম্পূর্ণভাবে ধর্মের পরিহাস মাত্র|
লুথারের বিভিন্ন কর্ম পদ্ধতি এবং তার যুক্তিমূলক কথাবার্তা জার্মানির জনমানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করে এবং তারা এই মার্জনা পত্রকে জীবন থেকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করে|
ধর্মযাজক |
চার্চ |
1517 খ্রিস্টাব্দে পোপ ও দশম লিও'র প্রতিনিধিরা জার্মানিতে মার্জনা পত্র বিক্রি করে এবং সেন্ট পিটার গির্জার সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে থাকে| কিন্তু ইউরোপের সর্বত্রই যাজক শ্রেণীর এই আর্থিক শোষণ চার্চের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল|
উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন লুথার(আরো পড়ুন) বাইবেল ব্যাখ্যা করে দেখিয়েছিলেন যে, মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক কর্ম দ্বারা নির্ধারিত|
মানুষ যদি পাপ করে এবং স্বীকার করে নেই, তারপরেও ঈশ্বর তার বিচার করে থাকেন, সুতরাং এই পত্র বিক্রি সম্পূর্ণভাবে ধর্মের পরিহাস মাত্র|
লুথারের বিভিন্ন কর্ম পদ্ধতি এবং তার যুক্তিমূলক কথাবার্তা জার্মানির জনমানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করে এবং তারা এই মার্জনা পত্রকে জীবন থেকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করে|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- সাহিত্য ও শিল্পের উপর রেনেসাঁ এর প্রভাব (আরো পড়ুন)
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
- ইতালীয় রেনেসাঁর চিত্রকলা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................