সত্যাগ্রহ আন্দোলন কি

সত্য ও আগ্রহ অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ থেকেই সত্যাগ্রহ কথাটির উদ্ভব, কিন্তু রাজনীতির ক্ষেত্রে গান্ধীজী প্রবর্তিত সত্যাগ্রহ এক অভিনব নীতি বা কৌশল|

সত্যাগ্রহ-আন্দোলন-কি
গান্ধীজী
সত্যাগ্রহ-আন্দোলন-কি
গান্ধীজী

সত্যাগ্রহ-আন্দোলন-কি



সত্য ও অহিংসার উপর প্রতিষ্টিত এবং অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামকে গান্ধীজি "সত্যাগ্রহ" নামে আখ্যা দেন| তাঁর মতে, সত্যাগ্রহ হলো আত্মার শক্তি বা প্রেমের শক্তি|

গান্ধীজী মনে করেন, সত্যাগ্রহীরা শান্তিপূর্ণভাবে অহিংস আন্দোলন করবে এবং সে কখনোই হিংস হয়ে উঠবে না|

মুখ বুজে সব অত্যাচার সহ্য করে অত্যাচারীর হৃদয় পরিবর্তন ঘটানোই বা তার অন্তরের শুভবুদ্ধির জাগরন ঘটানোই হলো সত্যাগ্রহের উদ্দেশ্য|

সংগ্রামের নতুন পদ্ধতির মাধ্যমে গান্ধীজী প্রথমেই দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী শ্বেতাঙ্গ সরকারকে পরাজিত করতে সক্ষম হন এবং পরবর্তীকালে এই সত্যাগ্রহ ভারতের রাজনৈতিক আন্দোলনের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল|


তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".

সম্পর্কিত বিষয়

  1. ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
  2. গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
  3. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  4. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐