1906 খ্রিস্টাব্দে ঢাকার নবাব সলিমুল্লাহ নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়| মুসলিম লীগের চারটি লক্ষ্য বা উদ্দেশ্যকে পথের হাতিয়ার করেছিল|
আর এই চারটি ঘোষণা হলো, যথা-
- ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্য সুনিশ্চিত করা এবং সরকারি ব্যবস্থা সম্পর্কে মুসলমানদের মনে কোনোরূপ সন্দেহ সৃষ্টি না করতে দেওয়া|
- মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা|
- জাতীয় কংগ্রেসের কংগ্রেসের প্রভাব, প্রতিপত্তি খর্ব করা|
- মুসলিম লীগ ঘোষণা করে যে, ভারতের হিন্দু-মুসলমানদের মিত্রতা সম্ভব, কিন্তু রাজনৈতিক মিত্রতা সম্ভব নয়|
প্রকৃতপক্ষে আলীগড় আন্দোলনের ধাঁচে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়| বাংলাদেশে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলেও এর প্রধান কার্যালয় লক্ষ্ণৌতে স্থাপিত হয়|
.......................................
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
- গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|