1782 খ্রিস্টাব্দে মারাঠার নায়ক মহাদজী সিন্ধিয়া মধ্যস্থতায় ইংরেজ ও মারাঠাদের মধ্যে যে সন্ধি স্বাক্ষরিত হয়, তা ইতিহাসে সলবাই সন্ধি নামে পরিচিত| এই সন্ধির দ্বারা দুই পক্ষে শান্তি স্থাপিত হয় এবং প্রথম মারাঠা যুদ্ধের অবসান ঘটে|
সলবাইয়ের সন্ধির শর্ত অনুসারে বলা হয় যে,
- ইংরেজরা মাধব রাও নারায়ণকে পেশোয়া বলে স্বীকার করবে এবং রগুনাথ রাও এর পক্ষ ত্যাগ করবে|
- রগুনাথকে বার্ষিক তিন লক্ষ টাকা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়|
- ইংরেজরা সলসেট, থানে, বোম্বাই সংলগ্ন কিছু অঞ্চল লাভ করে|
সমকালীন ভারতের ইতিহাসে নানা কারণে এই সন্ধি গুরুত্বপূর্ণ ছিল| এই সন্ধির দ্বারা ইংরেজদের প্রভাব-প্রতিপত্তি বহুগুণে বৃদ্ধি পায়| এই সন্ধি দীর্ঘ কুড়ি বছর মারাঠা ও ইংরেজদের মধ্যে শান্তি বজায় থাকে|
এই বিরামহীন সময়ের মধ্যে ইংরেজরা শক্তি সংগ্রহ করে মহীশূর, নিজাম, অযোধ্যার নবাব প্রভৃতি এসব শক্তিগুলিকে ধ্বংস করার পর ইংরেজরা সর্বশক্তি নিয়ে মারাঠাদের বিরুদ্ধে অবতীর্ণ হয়|
পরিশেষে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ মতে, এই সন্ধি শক্তিশালী মারাঠাদের সঙ্গে ইংরেজদের কুড়ি বছরের শান্তি স্থাপন করে আগামীদিনের ভারতীয় রাজনীতির নিয়ন্ত্রণ কর্তা হিসেবে আধিপত্য স্থাপনের সুযোগ করে দেয়|
তথ্যসূত্র
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশী থেকে পার্টিশন"
- Ranjit Desai, "Shivaji: The Great Maratha".
- Sonali Bansal, "Modern Indian History".
সম্পর্কিত বিষয়
- শিবাজীর সামরিক বাহিনী (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
- ঊনবিংশ শতকে নারী সংক্রান্ত সমস্যা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
......................................................