1839 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং মৃত্যুর পর শিখ রাজনীতিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং শিখ সামরিক বা খালসা বাহিনী সৃষ্টি হয়| শিখ সামরিক সৃষ্টির দুর্বলতার সুযোগে কোম্পানি পাঞ্জাব দখলের পরিকল্পনা করে|
লর্ড হার্ডিঞ্জ শতদ্রু নদীর পূর্বতীরের দুর্গগুলিতে ইংরেজ সৈন্য সংখ্যা বৃদ্ধি করেন এবং সংকিত হয়ে উঠেন| এই পরিস্থিতিতে খালসা বাহিনী অমৃতসরের সন্ধি ভঙ্গ করে শতদ্রু নদী অতিক্রম করলে প্রথম "ইঙ্গ-শিখ" যুদ্ধ শুরু হয়|
শিখ নেতাদের অযোগ্যতা ও বিশ্বাসঘাতকতার জন্য শিখ বাহিনীর পরাজয় ঘটে| পরাজয়ের পর 1846 খ্রিস্টাব্দে 19 মার্চ ইংরেজদের সঙ্গে অপমান চুক্তিতে আবদ্ধ হন, এই চুক্তি ভারতবর্ষের ইতিহাসে "লাহোর চুক্তি" নামে পরিচিত|
.......................................
শিখ নেতাদের অযোগ্যতা ও বিশ্বাসঘাতকতার জন্য শিখ বাহিনীর পরাজয় ঘটে| পরাজয়ের পর 1846 খ্রিস্টাব্দে 19 মার্চ ইংরেজদের সঙ্গে অপমান চুক্তিতে আবদ্ধ হন, এই চুক্তি ভারতবর্ষের ইতিহাসে "লাহোর চুক্তি" নামে পরিচিত|
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
- গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|