ভারত বিভাগ যে কারণে ঘটুক না কেন এই বিষয়ে কোন সন্দেহ নেই যে, মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের পথ বেছে নেওয়ায় 1946 সালে কলকাতা, নোয়াখালী, পাঞ্জাব ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যে ব্যাপক দাঙ্গা ঘটে, তার ফলে ভারতের রাজনৈতিক পরিস্থিতি বিষাক্ত হয়ে পড়ে|
বর্তমানে ভারতের মানচিত্র |
ব্রিটিশ সরকার দীর্ঘকাল ধরে মুসলমান সম্প্রদায়কে উৎসাহ দেওয়া এবং মুসলিম লীগের পাকিস্তান দাবি আদায়ের জন্য প্রত্যক্ষ সংগ্রামের ফলে আইন-শৃংখলার ব্যাপক অবনতি ঘটায় এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়, তার পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতারা ভারত বিভাগ মেনে নিয়েছিলেন|
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
- ক্রিপস মিশন ব্যর্থতার কারণ (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................