ষোড়শ শতকের প্রথমার্ধে ইউরোপের অশান্ত রাষ্ট্রীয় ও সামাজিক অবস্থার মধ্যে রিফর্মেশন আন্দোলন শুরু হলে বেশ কিছু নতুন ধর্মমত প্রতিষ্ঠা লাভ করে| রিফর্মেশন আন্দোলনের মধ্য থেকেই এই অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলনের উদ্ভব হয়|
সুইজারল্যান্ডের জুইঙ্গলির অনুগামীদের মধ্য থেকে এই চরমপন্থী সংস্কারবাদী অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলনের সূচনা ঘটে| এই আন্দোলন ছিল পোপ ও চার্চ বিরোধী একটি অতি উগ্র আন্দোলন| তারা মনে করত ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট উভয়ই খ্রিস্টের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে| এদের ধর্মীয় প্রকাশ ভঙ্গির উগ্রতা দেখে জনৈক ঐতিহাসিক এদেরকে "নৈরাজ্যবাদী" বলে অভিহিত করেছেন|
চার্চ |
এই আন্দোলন ছিল রিফর্মেশন আন্দোলনের অবহেলিত সন্তান| কারণ আলোচ্য পর্বে ইউরোপীয় রাষ্ট্রীয় সামাজিক সংকটের প্রেক্ষিতে তাদের ভাবনা ও মতামত সাধারণ মানুষের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও অ্যানাব্যাপ্টিস্টরা অপেক্ষাকৃতই রয়েগিয়েছিল|
এই আন্দোলনের অন্যতম নেতা হলেন কনরাড গ্রেভেল, টমাস মুনজের, কলথাসার, হার্ভমেয়ার প্রমূখ অ্যানাব্যাপ্টিস্টরা যীশুর নির্দেশ আক্ষরিকভাবে মেনে চলার চেষ্টা করত| এরা মনে করত প্রত্যেক খ্রিস্টানের দুবার ব্যাপ্টিস্ট হবার দরকার|
ধর্মাচরণের প্রশ্নে অ্যানাব্যাপ্টিস্টরা প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক সম্প্রদায়েরই বিরুদ্ধাচারণ করেছিল| এরা খ্রিস্টানদের দুটি আদর্শ মানার কথা বলেছিল- পবিত্রতা ও আত্মত্যাগ| এরা পরিণত বয়সে ব্যাপ্টিস্ট গ্রহণ, ঈশ্বরের বাণীর প্রতি আস্থা, যুদ্ধ ও আইন-আদালত পরিহার করে চলার কথা বলেছিল|
এই আন্দোলনের মূল কথা ছিল- খ্রিস্টানরা যুদ্ধে অস্ত্র হাতে তুলবে না, যাজকরা শুধু ধর্মাচরণ নিয়ে থাকবে, কোন প্রশাসনিক উচ্চ পদ গ্রহণ করবে না, বিচারকের ভূমিকা পালন করবে না, চার্চ কোনো রকমের কর আদায় করবে না| স্বাভাবিকভাবেই এরা খিষ্টান ধর্মকে কেন্দ্র করে যারা শাসন, অর্থ ও রাষ্ট্রশক্তি দখল করার স্বপ্ন দেখেছিল তাদের ঘুম কেড়ে নিয়েছিল|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
- ইতালীয় রেনেসাঁর চিত্রকলা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................