জার্মানি আত্মসমর্পণ করলে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে| তারপর 1919 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে পৃথিবীর 32 টি দেশের প্রতিনিধিরা একটি শান্তি চুক্তি সম্পাদনের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে এক সম্মেলনে মিলিত হয়|
বিশালতা ও ব্যাপকতা দিক থেকে এই সম্মেলন ছিল পৃথিবীর ইতিহাসে এক প্রথম বৃহৎ কূটনৈতিক সমাবেশ| বহু আলোচনা করে এই প্যারিস সম্মেলনে মোট পাঁচটি সন্ধি স্বাক্ষরিত হয়|
যাইহোক পৃথিবীর 32 টি দেশ এই সম্মেলনে যোগদান করলেও এই সম্মেলনে নীতি-নির্ধারণ ও কার্য পরিচালনায় চারটি বৃহৎ শক্তি ও তাদের নেতারা প্রধান ভূমিকা পালন করেন, তারা হলেন-
- ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জ ক্লিমেনশো(Georges Clemenceau), যিনি এই সম্মেলনে সভাপতিত্ব করেন|
- আর ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ(Lloyd George)|
- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন(Woodrow Wilson), যিনি ছিলেন এই সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব|
- আর এক সুচতুর কূটনৈতিক হিসাবে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী এমানুয়েল ওরলান্ডো(Emanuele Orlando)|
এই চারজন নেতার প্যারিস সম্মেলনে "বৃহৎ চার" বা "Big Four" নামে পরিচিত ছিলেন|
.......................................
তথ্যসূত্র
- Pavneet Singh, "International Relations".
- B. H. Liddell Hart, "A History of the First World War".
সম্পর্কিত বিষয়
- ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের ইতিহাস (আরো পড়ুন)
- অষ্টাদশ শতকের ইউরোপের আলোকিত যুগ (আরো পড়ুন)
- ষোড়শ শতকের ইউরোপের মানচিত্র অঙ্কনের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা (আরো পড়ুন)
- ভিয়েনা কংগ্রেসের নীতি ও কাজ, ১৮১৫ (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|