প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে ভারতে 1951 খ্রিস্টাব্দ থেকে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়| এর ফলে অতি দ্রুত ভারতে অর্থনৈতিক উন্নয়ন ঘটে| 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়|
জওহরলাল নেহেরু |
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল দুটি, যথা-
- যুদ্ধ ও দেশ বিভাগের ফলে সৃষ্ট ভারতের অর্থনৈতিক সঙ্কট দূর করা|
- উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা এবং ভারতীয়দের জীবন যাত্রা মানের উন্নয়ন ঘটানো|
এই পরিকল্পনায় কৃষি, সেচ, শক্তি উৎপাদন, গোষ্ঠী উন্নয়ন, পরিবহন, শক্তি উৎপাদন, পুনর্বাসন প্রভৃতি বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়| এই উদ্যোগ বাস্তবায়িত করার জন্য মোট ব্যয় ধরা হয় 2069 কোটি টাকা, পরে তা বাড়িয়ে করা হয় 20378 কোটি টাকা| প্রথম পরিকল্পনার উদ্দেশ্যগুলি মোটামুটি ভাবে সফল হয়েছিল| এই পরিকল্পনার ফলে ভারতের জাতীয় আয়ের 18 শতাংশ, মাথাপিছু আয় 10.8 শতাংশ, কৃষি উৎপাদন 22 শতাংশ, শিল্প উৎপাদন 39 শতাংশ বৃদ্ধি পায়| সেচ, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট প্রসার ঘটে|
যথেষ্ট সাফল্য লাভ সত্ত্বেও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2378 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও পুরো টাকা কাজে লাগানো যায়নি, বাস্তবে ব্যয় হয় 1960 কোটি টাকা| কৃষির উপরে বেশি গুরুত্ব দেওয়ার ফলে শিল্পের যথাযথ অগ্রগতি ঘটেনি|
মূল্যায়ন
কিছু ত্রুটি থাকলেও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল নানা দিক থেকে গুরুত্বপূর্ণ| কেননা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতীয় অর্থনীতিতে দীর্ঘকাল ধরে চলা স্থিতাবস্থার অবসান ঘটে| এছাড়া এই পরিকল্পনার মাধ্যমে ভারতের পরিকল্পিত অর্থনীতির পথ চলা শুরু হয় এবং এই পরিকল্পনা ভারতবাসীর মধ্যে দেশের উন্নয়ন সম্পর্কে বিপুল উৎসাহ দেখা যায়|
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারতের ইতিহাস"
- Rajiv Ahir I.P.S, "A Brief History Of Modern India".
- Sonali Bansal, "Modern Indian History".
সম্পর্কিত বিষয়
- ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
- ক্রিপস মিশন ব্যর্থতার কারণ (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................