ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে ভারতে 1951 খ্রিস্টাব্দ থেকে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়| এর ফলে অতি দ্রুত ভারতে অর্থনৈতিক উন্নয়ন ঘটে| 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়|

প্রথম-পঞ্চবার্ষিকী-পরিকল্পনা
জওহরলাল নেহেরু
প্রথম-পঞ্চবার্ষিকী-পরিকল্পনা
ভারতের মানচিত্র


প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য

প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল দুটি, যথা-
  1. যুদ্ধ ও দেশ বিভাগের ফলে সৃষ্ট ভারতের অর্থনৈতিক সঙ্কট দূর করা| 
  2. উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা এবং ভারতীয়দের জীবন যাত্রা মানের উন্নয়ন ঘটানো|


এই পরিকল্পনায় কৃষি, সেচ, শক্তি উৎপাদন, গোষ্ঠী উন্নয়ন, পরিবহন, শক্তি উৎপাদন, পুনর্বাসন প্রভৃতি বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়| এই উদ্যোগ বাস্তবায়িত করার জন্য মোট ব্যয় ধরা হয় 2069 কোটি টাকা, পরে তা বাড়িয়ে করা হয় 20378 কোটি টাকা| প্রথম পরিকল্পনার উদ্দেশ্যগুলি মোটামুটি ভাবে সফল হয়েছিল| এই পরিকল্পনার ফলে ভারতের জাতীয় আয়ের 18 শতাংশ, মাথাপিছু আয় 10.8 শতাংশ, কৃষি উৎপাদন 22 শতাংশ, শিল্প উৎপাদন 39 শতাংশ বৃদ্ধি পায়| সেচ, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট প্রসার ঘটে| 

যথেষ্ট সাফল্য লাভ সত্ত্বেও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2378 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও পুরো টাকা কাজে লাগানো যায়নি, বাস্তবে ব্যয় হয় 1960 কোটি টাকা| কৃষির উপরে বেশি গুরুত্ব দেওয়ার ফলে শিল্পের যথাযথ অগ্রগতি ঘটেনি| 


মূল্যায়ন

কিছু ত্রুটি থাকলেও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল নানা দিক থেকে গুরুত্বপূর্ণ| কেননা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতীয় অর্থনীতিতে দীর্ঘকাল ধরে চলা স্থিতাবস্থার অবসান ঘটে| এছাড়া এই পরিকল্পনার মাধ্যমে ভারতের পরিকল্পিত অর্থনীতির পথ চলা শুরু হয় এবং এই পরিকল্পনা ভারতবাসীর মধ্যে দেশের উন্নয়ন সম্পর্কে বিপুল উৎসাহ দেখা যায়|


তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারতের ইতিহাস"
  2. Rajiv Ahir I.P.S, "A Brief History Of Modern India".
  3. Sonali Bansal, "Modern Indian History".

সম্পর্কিত বিষয়

  1. ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
  2. ক্রিপস মিশন ব্যর্থতার কারণ (আরো পড়ুন)
  3. সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল  (আরো পড়ুন)
  4. ১৮৫৮ সালের ভারত শাসন আইন  (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐