কৃষক কাকে বলে

ইতিহাস গত দিক থেকে কৃষকের সংজ্ঞা যথাযথভাবে নির্ণয় করা কঠিন| তবে সাধারণভাবে একথা বলা যায়, যে ব্যক্তি জমি চাষ করে ও ফসল ফলায় তাকে কৃষক বলা হয়, অবশ্য এই ধরনের সংজ্ঞায় কৃষকের যথাযথ রূপ ফুটে উঠে না|

তবে এই সংজ্ঞাগত ফাঁক অনেকে পূরণ করে ঐতিহাসিক থিওডর শানিন কৃষকের ভূমিকায় প্রথমে কয়েকটি বৈশিষ্ট্য গত দিক দিয়ে ব্যাখ্যা করে সংজ্ঞা নির্দেশ করেছেন| বস্তুত ইতিহাসগত ক্ষেত্রে শানিন এর ব্যাখ্যা ইতিহাস মহলে গুরুত্ব পেয়েছে|

কৃষক-কাকে-বলে
কৃষক



থিওডর শানিন কৃষকের ব্যাখ্যা করতে গিয়ে প্রথমেই বলেছেন যে, কৃষকের সাথে জমির নিবিড় সম্পর্ক রয়েছে| দ্বিতীয়ত, তার মতে কৃষক পরিবার ও তাদের খামার বাড়ির সাথে এসূত্রেই সামাজিক মিথস্ক্রিয়ায় মূল ভিত্তি গ্রাম সমাজের সাথে সামঞ্জস্য গড়ে ওঠা| তৃতীয়ত, এই প্রেক্ষিতে কৃষকের জীবিকা এক বিশেষ ধরনের তৈরি হয়| চতুর্থত অতীত ইতিহাসের প্রভাবে এদের উন্নয়নে এক বিশেষ পদ্ধতি সমাজে দেখা যায়|

শানিনের এই ব্যাখ্যা সকলের কাছে এই ব্যাখ্যা সকলের কাছে গ্রহণীয় হয়নি| বস্তুত কৃষকের এই সংজ্ঞা ধরলে এবং জমির মালিক ও রাষ্ট্রের প্রতি আনুগত্যকে গুরুত্ব দিয়ে সমগ্র বিশ্বের মানব সমাজের এক বিশাল অংশ কৃষি সমাজের অন্তর্ভুক্ত হয়ে পড়ে| এই জন্য অধ্যাপক ইরফান হাবিব কৃষকের সংজ্ঞা আর এক দিক থেকে নির্ধারণ করে বলেছেন যে, যারা নিজের যন্ত্র দিয়ে নিজের জমি চাষ করে নিজের পরিবারের জন্য শ্রম দেয় তারাই কৃষক| অবশ্য এক্ষেত্রে ভূমিহীন কৃষকের অন্তর্ভুক্ত হয়নি|

আবার ঐতিহাসিক A. R. Desai তাঁর "Peasant Struggles in India" গ্রন্থের ভূমিকায় দেখিয়েছেন যে, ধনতান্ত্রিক ও অধনতান্ত্রিক সমাজের প্রেক্ষাপটে কৃষকের বিভিন্ন অবস্থান ও ভূমিকা রয়েছে|

এই বিভিন্ন ধরনের ব্যাখ্যার ফলে কৃষকের সংজ্ঞা নির্ধারণ করা ক্রমশই কষ্টসাধ্য হয়ে উঠেছে| তবুও বিভিন্ন মতভেদ মাথায় রেখে মোটামুটি ভাবে বলা যায় যে, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ- এই ভিন্ন অবস্থান থেকে পেশাগতভাবে জমি চাষের বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে আধুনিক অর্থে কৃষক সমাজ গড়ে উঠেছে|


তথ্যসূত্র

  1. A. R. Desai, "Peasant Struggles in India".
  2. Sho Kuwajima, "peasants and peasant leaders in contemporary history".

সম্পর্কিত বিষয়

  1. আধুনিক ভারতের ইতিহাসের বিষয় হিসেবে কৃষক কেন এবং কিভাবে গুরুত্বপূর্ণ (আরো পড়ুন)
  2. ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলন এর সংক্ষিপ্ত ইতিহাস  (আরো পড়ুন)
  3. ব্রিটিশ সাম্রাজ্যবাদী ভাবাদর্শ (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐