রেনেসাঁস যুগের রাষ্ট্র ভাবনা মূর্ত হয়েছিল ইতালির মানবতাবাদী পন্ডিত ম্যাকিয়াভেলির রচনায়(1469-1527)| এই সময় ইতালি বেশ কয়েকটি খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত হয়েছিল| ম্যাকিয়াভেলি ইতালির রাজনৈতিক অনৈক্যের সমাধানে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন|
তাঁর রচিত "দ্য প্রিন্স", "ডিসকোর্সেস অন লিভাই" প্রভৃতি গ্রন্থ সমূহ ছিল রাজনৈতিক দর্শনের বাইবেল স্বরূপ| "দ্য প্রিন্স" গ্রন্থটি ছিল, একটি নতুন রাজ শক্তি কিভাবে নিজেকে সুরক্ষিত করবে, সে সম্পর্কে ম্যাকিয়াভেলির উপদেশ|
তিনি মনে করতেন, নবগঠিত রাজতন্ত্রের শাসকের নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োজন এবং এই ক্ষমতা যে কোন উপায়েই অর্জনীয়| তাই রাষ্ট্রনায়কের মধ্যে সিংহের শৌর্য ও শৃগালের ধূর্ততা দুয়েরই সমন্বয় প্রয়োজন|
তাঁর "ডিসকোর্সেস অন লিভাই" বইটি ছিল লিভির লেখা রোমের ইতিহাসের উপর তাঁর বিশ্লেষণ| এই গ্রন্থে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে, প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার রোম খ্যাতির শিখরে আহরণ করেছিল এবং প্রজাতন্ত্র ধ্বংস হওয়ার পরেই রোমের অবক্ষয় ও পতনের সূচনা হয়েছিল|
রোমের ইতিহাস পর্যালোচনায় তাঁর প্রজাতান্ত্রিক মতাদর্শ প্রমাণ করতে চেয়েছিলেন| সাম্প্রতিক কালে কুইন্টন, জন পোকক ও কেলিক্স গিলর্বাট ম্যাকিয়াভেলির প্রজাতান্ত্রিক চিন্তা ধারা ও নবজাগরণের মানবতাবাদী ভাবনার আঙ্গিকে বিশ্লেষণ করেছেন|
ইতালির ফ্লোরেন্স শহর |
তাঁর রচিত "দ্য প্রিন্স", "ডিসকোর্সেস অন লিভাই" প্রভৃতি গ্রন্থ সমূহ ছিল রাজনৈতিক দর্শনের বাইবেল স্বরূপ| "দ্য প্রিন্স" গ্রন্থটি ছিল, একটি নতুন রাজ শক্তি কিভাবে নিজেকে সুরক্ষিত করবে, সে সম্পর্কে ম্যাকিয়াভেলির উপদেশ|
তিনি মনে করতেন, নবগঠিত রাজতন্ত্রের শাসকের নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োজন এবং এই ক্ষমতা যে কোন উপায়েই অর্জনীয়| তাই রাষ্ট্রনায়কের মধ্যে সিংহের শৌর্য ও শৃগালের ধূর্ততা দুয়েরই সমন্বয় প্রয়োজন|
তাঁর "ডিসকোর্সেস অন লিভাই" বইটি ছিল লিভির লেখা রোমের ইতিহাসের উপর তাঁর বিশ্লেষণ| এই গ্রন্থে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে, প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার রোম খ্যাতির শিখরে আহরণ করেছিল এবং প্রজাতন্ত্র ধ্বংস হওয়ার পরেই রোমের অবক্ষয় ও পতনের সূচনা হয়েছিল|
রোমের ইতিহাস পর্যালোচনায় তাঁর প্রজাতান্ত্রিক মতাদর্শ প্রমাণ করতে চেয়েছিলেন| সাম্প্রতিক কালে কুইন্টন, জন পোকক ও কেলিক্স গিলর্বাট ম্যাকিয়াভেলির প্রজাতান্ত্রিক চিন্তা ধারা ও নবজাগরণের মানবতাবাদী ভাবনার আঙ্গিকে বিশ্লেষণ করেছেন|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- সাহিত্য ও শিল্পের উপর রেনেসাঁ এর প্রভাব (আরো পড়ুন)
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
- ইতালীয় রেনেসাঁর চিত্রকলা (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
.......................................