অ্যানাব্যাপ্টিস্টরা কারা

প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন এর শেষ পর্বে এক নতুন ধরনের চেতনার বিস্তার ঘটেছিল| বিখ্যাত ধর্ম সংস্কারক লুথার, জুইংলি ও কেলভিন ছিলেন ক্যাথলিক বিরোধিতার মূল স্রোতের স্রষ্টা| তাদের উপর প্রতিবাদী ধর্ম আন্দোলনকে এক শৃঙ্খলার মধ্যে বেঁধে দিয়ে ভিন্ন গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিল অ্যানাব্যাপ্টিস্টরা| 

অ্যানাব্যাপ্টিস্টরা(Anabaptism) এর "Ana" শব্দটির অর্থ গ্রীক ভাষায় "পুনরায়" বা "Again" এবং "Baptism" হল "দীক্ষা"| অর্থাৎ এই গোষ্ঠীর অনুগামীরা পুর্নদীক্ষায় বিশ্বাস করত| এরা মনে করত, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট উভয় ধর্মমত খ্রীষ্টের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে| তাই তারা ধর্ম বিশ্বাসী এবং রাজনৈতিক ক্ষমতার অধিকারী যারা তাদের সকলকে প্রকৃত খ্রীষ্ট ধর্মানুরাগী করে তোলার জন্য পুর্নদীক্ষার প্রয়োজন বলে মনে করত|


অ্যানাব্যাপ্টিস্টরা-কারা
মার্টিন লুথার

অ্যানাব্যাপ্টিস্টরা-কারা
যীশু


ষোড়শ শতকের প্রথমার্ধে সুইজারল্যান্ডের জুরিখ শহরে অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলন গড়ে উঠে| সাধারনভাবে সুইজারল্যান্ডের জুইংলির অনুগামীদের মধ্য থেকেই এই চরমপন্থী সংস্কারবাদী আন্দোলনের উদ্ভব হয়| এই আন্দোলনের নেতারা হলেন কনরাড গ্রেবেল, টমাস মুনজের, বালথাসার হাবমেয়ার, মানজ ও ব্লরক| এরা যীশুর নির্দেশ আক্ষরিকভাবে মেনে চলার চেষ্টা করত| এরা সব মানুষের সমান অধিকার স্বীকার করে নিয়েছিল এবং সঙ্ঘবদ্ধ জীবনের কথা বলেছিল| 


অ্যানাব্যাপ্টিস্টদের মধ্যে কয়েকজন আবার সাম্যবাদের প্রচার করতেন| ইউরোপের অ্যানাব্যাপ্টিস্টদের প্রধান প্রধান ঘাঁটি গুলি ছিল সুজারল্যান্ড, উত্তর জার্মানি, হল্যান্ড, মোরাভিয়া ও হাঙ্গেরি|

ষোড়শ শতকের ত্রিশের দশকে অ্যানাব্যাপ্টিস্টরা উত্তর-পশ্চিম জার্মানির বিশপ নিয়ন্ত্রিত মুনস্টার শহরের নিজেদের দখল নিয়েছিল| এখানে তারা গড়ে তোলে তাদের ঈশ্বরের রাজত্ব(Kingdom of God) এবং জার্মানিতে কৃষক বিদ্রোহ শুরু হলে এদের সদস্য সংখ্যা বৃদ্ধি পায়| কিন্তু রাষ্ট্রক্ষমতা দখলের প্রয়াস ব্যর্থ হয়|

শেষ পর্যন্ত প্রচন্ড লড়াইয়ের পর মুনস্টার শহরটি যৌথ বাহিনীর দখলে আসে এবং চরম হিংসার পরিচয় দিয়ে বিজয় বাহিনী অ্যানাব্যাপ্টিস্টদের সর্বসমক্ষে প্রাণদণ্ড দিয়েছিল(1534-35 খ্রিস্টাব্দ)|


তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐