কেন রাজা প্রথম চার্লস এর মৃত্যুদণ্ড কার্যকর হয়

স্টুয়ার্ড আমলে প্রধান ঘটনা ছিল রাজতন্ত্রের সঙ্গে পার্লামেন্টে দ্বন্দ্ব| এই দ্বন্দ্ব সম্রাট প্রথম চার্লসের আমলে(1625-49) প্রত্যক্ষ সংঘর্ষে রূপান্তরিত হয় এবং ইংল্যান্ডের গৃহযুদ্ধ শুরু হয়| 

1633-37 সময়কালে নানা ওঠাপড়া মধ্য দিয়ে পার্লামেন্টের অনুগামীর রাজভক্তদের পরাস্ত করে| রাজা প্রথম চার্লস আত্মসমর্পণ করে| পার্লামেন্টের অনুগামীদের মধ্যে যারা নরমপন্থী ছিলেন, তারা রাজার সাথে একটা সমঝোতা চালিয়ে ছিলেন|

রাজা-প্রথম-চার্লস
ইংল্যান্ড


তবে বেশিরভাগ মানুষই রাষ্ট্রের উচ্ছেদ চাইনি, কিন্তু বন্দী অবস্থাতেও চার্লস কোন সমঝোতায় আসতে রাজি ছিলেন না|

তবুও সেনাবাহিনীর নেতারা যখন দেখলেন যে, পার্লামেন্টের একটি প্রভাবশালী অংশ রাজার সঙ্গে সমঝোতার আগ্রহী এবং এই বিষয়ে সেনানায়কদের প্রতিবাদ তারা গ্রাহ্য করছেন না, তখন 1648 সালের 6 ডিসেম্বর Colonel Thomas Pride এর নেতৃত্বে পার্লামেন্টের সৈন্যবাহিনী সমঝোতায় আগ্রহী সদস্যদের পার্লামেন্টে ঢুকতে দিলেন না, ইংল্যান্ডের ইতিহাস এই ঘটনা "pride's purge" নামে পরিচিত|


যারা বহিস্কৃত হলেন তারা ছিলেন মধ্যপন্থি প্রেসবিটারিয়ান, অ্যাংলিকান চার্চের অনুগামী এবং যারা রইলেন তারা সকলেই ইন্ডিপেন্ডন্ট-ক্রমওয়েলের মতো উগ্র পিউরিটান পন্থী| ইন্ডিপেন্ডন্ট নিয়ে গঠিত হয় Rump parliament এবং এরা রাজার সঙ্গে আর কথাবার্তা চালাতে আগ্রহী ছিলেন না|

1649 এর 1লা জানুয়ারি Rump parliament ঘোষণা করে করলো যে, রাজা দেশদ্রোহী, তিনি বিনা প্ররোচনায় দেশের নির্বাচিত প্রতিনিধি সভার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন| ইংল্যান্ডের মানুষের জন্মগত অধিকার খর্ব করেছেন এবং সংবিধানকে ধ্বংস করতে উদ্যত হয়েছেন|

অবশেষে মাত্র এক মাসের মধ্যে চার্লসের বিচার শেষ হয় এবং 1649 সালের 30 শে জানুয়ারি মৃত্যুদণ্ডে দণ্ডিত চার্লসকে হত্যা করা হয়| চার্লসের মৃত্যুর সঙ্গে সঙ্গে ইংল্যান্ড প্রজাতান্ত্রিক দেশ বলে ঘোষিত হয়|


তথ্যসূত্র

  1. অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
  2. C. Warren Hollister, "Medieval Europe: A Short History".

সম্পর্কিত বিষয়

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐