আইজ্যাক নিউটনের লেখা "principia"-র(1687) প্রকাশনার মধ্য দিয়ে বিজ্ঞান-বিপ্লব পূর্ণতা পেয়েছিল| 1660 এর দশকের নিউটন যখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ন করতে আসেন, তখন বিজ্ঞান-বিপ্লব অনেক দূর এগিয়ে গেছে|
পদার্থবিদ্যা ও গণিত শাস্ত্রবিদ নিউটনের প্রথম দিকের প্রধান আবিষ্কার ছিল আলোক তত্ত্বের ক্ষেত্রে| আলোর ধর্ম নিয়ে তার আবিষ্কার আধুনিক পদার্থবিদ্যার ভিত তৈরি করেছিল| এছাড়া পদার্থের গতি সম্পর্কে তত্ত্ব, যাকে আমরা মধ্যাকর্ষণ তত্ত্ব বলে থাকি|
আধুনিক পদার্থ বিচার প্রশ্নগুলিকে নিবারণ করে দিয়েছিল, কি প্রক্রিয়ায় গ্রহগুলি সূর্যকে ঘিরে আবর্তিত হয় কিংবা চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে, তা বুঝতে গিয়ে তিনি মধ্যাকর্ষণ তত্ত্ব উদ্ভাবন করেন|
গাছ থেকে আপেল মাটিতে পড়তে দেখে তার মনে হয়েছিল, একই প্রক্রিয়ায় চাঁদকে পৃথিবী তার কেন্দ্রে টানছে এবং এই মধ্যাকর্ষণের প্রাকৃতিক নিয়ম শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে নয়, সারা ব্রহ্মান্ডের ক্ষেত্রে প্রযোজ্য|
পৃথিবী যেমন চাঁদকে টানে, চাঁদও তেমনি পৃথিবীকে টানে| মহাকাশে এই টানাপোড়নের ফলেই সমুদ্রে জোয়ার-ভাঁটা হয়| নিউটনের বিখ্যাত গ্রন্থ "principia"-তেই এই তত্ত্ব বিবৃত হয়েছিল|
.........................................