ইউরোপীয় মহাদেশে ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত যে অর্থনৈতিক তত্ত্ব ও বিকাশের ধারা অনুসৃত হয়েছিল, তা "মার্কেনটাইল মতবাদ" নামে পরিচিত। খ্যাতনামা ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তাঁর "দ্য ওয়েলথ অফ নেশানস" গ্রন্থে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন।
বাণিজ্যিক জাহাজ |
সহজ ভাষায় মার্কেন্টাইলবাদ বলতে বুঝায়, দেশীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে শিল্প এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এই কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে নিজ দেশের সম্পদের পরিমাণ যতটা সম্ভব বৃদ্ধি করা।
প্রথমে সম্পদ আহরণের ক্ষেত্রে সোনা ও রুপোর আরোহণকে গুরুত্ব দেওয়া হতো। পরবর্তীকালে অর্থ ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহের ক্ষেত্রেও নজর দেওয়া হয়েছিল। সম্পদ আহরণের উদ্দেশ্যে উপনিবেশ স্থাপন ছিল মার্কেন্টাইল মতবাদের অন্যতম বৈশিষ্ট্য।
মার্কসবাদী ঐতিহাসিকদের মতে, মার্কেনটাইল অর্থনীতি হলো একচেটিয়া বাণিজ্য কোম্পানি গুলির অনুসৃত আদর্শ। আসলে এই সময় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য ইউরোপের বিভিন্ন দেশে "Joint stock company" গড়ে ওঠে। এক একটি কোম্পানি প্রচুর ঋণ সংগ্রহ করে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটায়।
ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সাউথ-সি-কোম্পানি প্রভৃতি যৌথ কোম্পানির প্রতিষ্ঠিত হয়। ওলন্দাজ ও ফরাসি বণিকগণ ও ইস্ট ইন্ডিয়া কম্পানি নামে যৌথ কোম্পানি প্রতিষ্ঠা করে। বাণিজ্য সম্প্রসারণ ও প্রতিদ্বন্দ্বীতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারাও নিজ নিজ রাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন চেয়েছিল এবং জাতীয় শ্রীবৃদ্ধি ছিল মার্কেনটাইলিস্টদের দৃষ্টিতে প্রায় সমর্থক।
আসলে রাষ্ট্র আর বাণিজ্য সংগঠন উভয়ের স্বার্থ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। এই প্রসঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শ্রীবৃদ্ধি ও একচেটিয়া বাণিজ্যিক অধিকার রক্ষার মূলে ইংরেজ রাজকীয় প্রশাসনের প্রত্যক্ষ ও সক্রিয় সমর্থনের কথা বলা যায়।
✍️তথ্যসূত্র
- Elena Scarfagna Rossi, "mercantilism in the Europe of the 1990S: A brief essay".
- Phillip J. Smith, "The Rise And Fall Of The British Empire: Mercantilism, Diplomacy And The Colonies".
📝সম্পর্কিত বিষয়
- মার্কেন্টাইলবাদ কি এবং সপ্তদশ শতকের ইউরোপের এর প্রভাব (আরো পড়ুন)।
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)।
- কৃষি মূলধন ও শিল্প মূলধনের মধ্যে পার্থক্য (আরো পড়ুন)।
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
.......................................