রেনেসাঁসের যুগের অন্যতম প্রধান শিল্পী ছিলেন মাইকেল এঞ্জেলো বা মাইকেলেঞ্জেলো বা মিকেলেঞ্জেলো (1475-1564)| তিনি ছিলেন একাধারে চিত্রকর, ভাস্কর স্থাপত্য এবং কবি| তিনি পোপ ও মেদিচি পরিবারের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন|
তিনি প্রথম জীবনের তৈরি করেছিলেন জগৎ বিখ্যাত ডেভিডের মূর্তি| 30 ফুট উঁচু এই মূর্তিটি ফ্লোরেন্স শহরে অবস্থিত| এঞ্জেলোর ডেভিড ছিল যুবক, আর তেজোদ্দীপ্ত ভঙ্গি সহজেই দর্শকদের মুগ্ধ করতে সক্ষম|
1505 সালে পোপ দ্বিতীয় জুলিয়াস শিল্পীকে রোমে গিয়ে তার সমাধি নির্মাণের দায়িত্ব দেন| এখানে তিনি মোজসের মূর্তিটি তৈরি করেন| মেদিচি পরিবারের জন্য তিনি কিছু স্থাপত্যের কাজ করেন| ফ্লোরেন্সের লরেন সিয়ান পাঠাগারের সিড়িঁটি তিনি নির্মাণ করেন|
এমনকি নতুন সেন্ট পিটার গির্জার পরিকল্পনা তারই সৃষ্টি| তবে তাঁর জীবনের সেরা সৃষ্টি হলো রোমের সিসটাইন চ্যাপেলের দেওয়াল চিত্র বা ফ্রেস্কো| এই দেওয়াল চিত্র রয়েছে সৃষ্টি তত্ত্বের ব্যাখ্যা, সন্ত ও সন্ন্যাসীরা এবং ঈশ্বর ও আদম| এখানে ওল্ড টেস্টামেন্টের কাহিনী, সন্তদের বাণী, সন্ন্যাসীদের কথা ঐতিহ্য অনুযায়ী মেলানো হয়েছে| প্রায় সাড়ে চার বছর অক্লান্ত পরিশ্রমে তিনি এই বিশাল শিল্পকর্ম শেষ করেন| বহু পন্ডিত ও শিল্পের সমার্থক এই শিল্পকর্ম দেখে বিস্ময় প্রকাশ করেছেন|
শিল্পীর আরও দুটি মহান শিল্পী সৃষ্টি হল "শেষ বিচার" এবং "পিয়েতা"| শেষ বিচারে তিনি দেখিয়েছেন, "মানুষের আত্মিক দ্বন্দ্ব, মুক্তির জন্য ব্যাকুলতা এবং সীমাবদ্ধতার যন্ত্রণা"|
অন্যদিকে পিয়েতা হল মাতা মেরির বিষন্নতার মুহ্যমান একটি দৃশ্য| মাতা মেরির কোলে শায়িত মৃত পুত্র| মায়ের এই বিষন্নতা ভাষায় প্রকাশ করা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়| বিশ্বের সব দুঃখ ও বেদনা এর মধ্যে ধরা পড়েছে, এজন্য এর নাম পিয়েতা বা করুনা|
তথ্যসূত্র
- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ি, "ইউরোপের ইতিবৃত্ত"
- Jacob Burckhardt, "The Civilization of the Renaissance in Italy".
- Roberta J. M., "The Biography of the Object in Late Medieval and Renaissance Italy".
সম্পর্কিত বিষয়
- সাহিত্য ও শিল্পের উপর রেনেসাঁ এর প্রভাব (আরো পড়ুন)
- রেনেসাঁ ও মানবতাবাদ (আরো পড়ুন)
- নবজাগরণ বা রেনেসাঁ কাকে বলে এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব .(আরো পড়ুন)
- মার্টিন লুথার এবং ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন (আরো পড়ুন)
- ইতালীয় রেনেসাঁর চিত্রকলা (আরো পড়ুন)
...........................................সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|