ইতিহাস হল জীবন ও ঘটনার এক অসাধারণ নথি, যার মধ্যে জীবনের প্রতিটি স্পন্দন ধরা পড়ে| ইতিহাস কেবলমাত্র এই নয় যে কি ঘটেছে তার নথি, বরং বর্তমানে কি ঘটতে চলেছে তাও বর্ণনা হল ইতিহাস|
ইতিহাস হল পরিবর্তনের অস্তিত্ব, যা পরিবর্তন থেকে পূর্ণতা দিকে যায় এবং পূর্ণতা থেকে অগ্রগতির দিকে এবং শেষ পর্যন্ত উন্নতির দিকে|
ইতিহাস হল মানব জাতির উন্নতির পরিমাপক বিষয় স্বরূপ| নেপোলিয়ানের কাছে ইতিহাস ছিল "সত্য দর্শন এবং একমাত্র সত্য মনস্তত্ত্ব"| ইতিহাস হল এক নাটক, যেখানে ঈশ্বর অভিনয় করে এবং মানুষ তাতে দর্শক এবং স্রোত মাত্র| এটা নিঃসন্দেহে এক স্নায়বিক খেলা দর্শন এবং শ্রবণের বন্যা|
কিন্তু মানুষ অতীতকে বিচার করতে শিখে বর্তমানের উন্নতি ঘটাতে সমর্থ হয় এবং ভবিষ্যতে যা ঘটবে, তা দেখতে সমর্থ হয়| তাই মানুষ উপলব্ধি করতে শিখে, তাকে কি অনুসরণ করতে শিখে এবং কোনটা বর্জন করতে হবে, তা শিখে|
এক সময় মানুষ ছিল তখন সে ছিল অসভ্য ও বর্বর, কিন্তু বর্তমানে সে জঙ্গলকে সুসজ্জিত উদ্যানে পরিণত করেছে| মানুষ ভবিষ্যতের জন্য পথকে প্রশস্ত করতে পেরেছে অতীতকে জানতে পেরে| ইতিহাসের প্রকৃতি তাই জটিল এবং ব্যাপক, কেননা ইতিহাস মানুষকে আলোচনা করে|
গ্রীক শব্দের ইতিহাসের অর্থ হল অনুসন্ধান, গবেষণা, তথ্য এবং উদ্ভাবন| এরিস্টটল বলেছেন, ইতিহাস হলো তথ্যের গবেষণা, যা যুক্তি সম্মত ব্যাখ্যার নির্ভর| থুসিডাইডিস(আরো পড়ুন) ইতিহাস বলতে বুঝিয়েছেন, "ইতিহাস কেবলমাত্র স্মরণ করে রাখার গল্প নয় বা স্মরণ করিয়ে দেওয়ার ঘটনা পঞ্জি নয়| ইতিহাস হল তাৎপর্যপূর্ণ, অসাধারণ এবং স্মরণীয় ঘটনার চিত্রাঙ্গন|
রুশো ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, অসংখ্য মিথ্যার মধ্যে সত্যকে খুঁজে নেওয়া| আবার জনৈক ঐতিহাসিক বলেছেন, "ইতিহাস হল মানুষের মহান মানুষের জীবন পঞ্জী এবং মানুষের অগ্রগতির নথি, বিশেষ করে মহৎ আত্মা"|
উক্ত সংজ্ঞাগুলিকে পর্যালোচনা করে আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি যে, ইতিহাসের প্রকৃতি এবং ধারণা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে| অবদমনের বর্ণনা থেকে বেরিয়ে এসে মানুষের অগ্রগতি ও স্পন্দনকে নথিবদ্ধ করার দিকে অগ্রসর হয়েছে|
এক সময় মানুষ ছিল তখন সে ছিল অসভ্য ও বর্বর, কিন্তু বর্তমানে সে জঙ্গলকে সুসজ্জিত উদ্যানে পরিণত করেছে| মানুষ ভবিষ্যতের জন্য পথকে প্রশস্ত করতে পেরেছে অতীতকে জানতে পেরে| ইতিহাসের প্রকৃতি তাই জটিল এবং ব্যাপক, কেননা ইতিহাস মানুষকে আলোচনা করে|
গ্রীক শব্দের ইতিহাসের অর্থ হল অনুসন্ধান, গবেষণা, তথ্য এবং উদ্ভাবন| এরিস্টটল বলেছেন, ইতিহাস হলো তথ্যের গবেষণা, যা যুক্তি সম্মত ব্যাখ্যার নির্ভর| থুসিডাইডিস(আরো পড়ুন) ইতিহাস বলতে বুঝিয়েছেন, "ইতিহাস কেবলমাত্র স্মরণ করে রাখার গল্প নয় বা স্মরণ করিয়ে দেওয়ার ঘটনা পঞ্জি নয়| ইতিহাস হল তাৎপর্যপূর্ণ, অসাধারণ এবং স্মরণীয় ঘটনার চিত্রাঙ্গন|
রুশো ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, অসংখ্য মিথ্যার মধ্যে সত্যকে খুঁজে নেওয়া| আবার জনৈক ঐতিহাসিক বলেছেন, "ইতিহাস হল মানুষের মহান মানুষের জীবন পঞ্জী এবং মানুষের অগ্রগতির নথি, বিশেষ করে মহৎ আত্মা"|
উক্ত সংজ্ঞাগুলিকে পর্যালোচনা করে আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি যে, ইতিহাসের প্রকৃতি এবং ধারণা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে| অবদমনের বর্ণনা থেকে বেরিয়ে এসে মানুষের অগ্রগতি ও স্পন্দনকে নথিবদ্ধ করার দিকে অগ্রসর হয়েছে|
তথ্যসূত্র
- Frank Thilly, "A History of philosophy".
- Frederick Copleston, "A History of Philosophy", Volume 2.
- Johann Gottfried Herder, "ideas for the philosophy of history of humanity".
সম্পর্কিত বিষয়
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো| আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন|
........................................